এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অর্জুন সিংকে তৃণমূলে প্রত্যাবর্তনের আহ্বান শাসক দলের হেভিওয়েট বিধায়কের

অর্জুন সিংকে তৃণমূলে প্রত্যাবর্তনের আহ্বান শাসক দলের হেভিওয়েট বিধায়কের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপি সাংসদ অর্জুন সিংকে এবার সরাসরি তৃণমূলে ফিরে আসার আহ্বান জানালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি পরিষ্কার জানান, অর্জুন সিং যদি আগামীকাল তৃণমূলের মুখপাত্র হয়ে যান, তাহলে তিনি আশ্চর্য হবেন না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মনটা খুব বড়। তবে, শুভেন্দু অধিকারীর প্রতি তিনি যে এমন সদয় হবেন না, সেটাও তিনি স্পষ্ট করে দিলেন।

সম্প্রতি বনগাঁ গিয়ে বিস্ফোরক বক্তব্য রেখেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি জানিয়েছেন, আগামী কাল যদি অর্জুন সিং হঠাৎ করে তৃণমূলে যোগ দিয়ে, তৃণমূল দলের মুখপাত্র হয়ে যান, তবে তিনি আশ্চর্য হবেন না। তিনি জানান, যারা অর্জুন সিংকে এমন নেতা বানিয়েছেন, আজ তারা তৃণমূল দলের চেয়ারম্যান, তৃণমূলের প্রধান নেতা। কিন্তু তারা এই বিষয় নিয়ে ঝগড়া করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনটা খুব বড়। তিনি জানালেন মানুষ মাত্রই ভুল করে থাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, শুভেন্দু অধিকারীর প্রতি তিনি যে এতটা সদয় হবেন না, সেকথাও জানালেন তিনি। তিনি জানান, শুভেন্দু অধিকারীর ব্যাপারে তিনি কিছু বলতে চান না, শুভেন্দু অধিকারী নোংরামি করছেন। ভারতের সবথেকে শৃঙ্খলা পরায়ন হলো তৃণমূল। এরপর নাম না করেও তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তাকে বলতে শোনা গেল, যেসব নেতাদের আন্দোলনের সময় দেখা যায়নি তারা এখন জ্ঞান বিতরন করছেন।

এরপর নিজের প্রসঙ্গে তিনি জানালেন, অনেকে বলে থাকেন তার ফেসবুক খুব পপুলার কিন্তু তিনি বলতে চান তার ফেসবুক নয় তার ফেসলুক পপুলার। তিনি যদি রাস্তা দিয়ে যান, আর তাঁর চোখ থেকে চশমা নামান, তবে পুলিশ গাড়ি ছেড়ে দেয়। এভাবে অর্জুন সিংকে তৃণমূলে প্রত্যাবর্তনের আহবান জানালেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। যদিও তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কোনো বক্তব্য রাখতে দেখা যায়নি বিজেপি সাংসদ অর্জুন সিংকে। এই বিষয়ে তিনি কি বক্তব্য রাখেন? সেদিকে দৃষ্টি রয়েছে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!