এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অর্জুনের দলত্যাগের পরেই বিস্ফোরক অনুপম, বিজেপি নেতৃত্বকে নয়া পরামর্শ!

অর্জুনের দলত্যাগের পরেই বিস্ফোরক অনুপম, বিজেপি নেতৃত্বকে নয়া পরামর্শ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রবিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছেন অর্জুন সিংহ। আর তারপরেই বারবার আকার-ইঙ্গিতে বিজেপি নেতা দিলীপ ঘোষ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এটা কার্যত স্বাভাবিক ব্যাপার। এতে দলের কোনো ক্ষতি হবে না। কিন্তু বিজেপির পক্ষ থেকে এই কথা বলা হলেও, একের পর এক দলবদলকে স্বাভাবিক হিসেবে না নিয়ে বাস্তব উপলব্ধি করা উচিত বলে বিস্ফোরক পোস্ট করলেন বিজেপি নেতা অনুপম হাজরা। মূলত, এই পোস্টের মধ্যে দিয়ে তিনি বর্তমান নেতৃত্বকে সমস্ত কিছু সঠিকভাবে উপলব্ধি করার বার্তা দিলেন বলেই মনে করছেন একাংশ।

সূত্রের খবর, এদিন একটি ফেসবুক পোস্ট করেন বিজেপি নেতা অনুপম হাজরা। যেখানে তিনি লেখেন, “কেউ দল ছাড়লেই কোনো ক্ষতি হবে না, বা গুরুত্ব দিতে নারাজ বলে নিজেদের সান্ত্বনা দিয়ে ক্ষতি যে কিছুটা হয়ে গেল, সেটা মানতে শেখা দরকার। কেন বারবার ছেড়ে যাচ্ছে, সেটা বিশ্লেষণ করা দরকার।” বিশেষজ্ঞদের মতে, বিজেপি নেতৃত্ব বিধানসভা নির্বাচনে ভরাডুবি হওয়ার পরেই একের পর এক নেতা দলবদল করলেও, তাতে গুরুত্ব দিতে নারাজ ছিলেন।

সম্প্রতি অর্জুন সিংহ দলত্যাগ করার পরেও সেই রকম কোনো মন্তব্য করতে দেখা যায়নি বিজেপির কোনো হেভিওয়েট নেতাকে। তারা প্রত্যেকেই বলার চেষ্টা করেছিলেন, এতে বিজেপির কোনো ক্ষতি হবে না। কিন্তু এই পরিস্থিতিতে সমস্ত কিছু গুরুত্ব দিয়ে উপলব্ধি করে সমাধানের রাস্তা বের করা উচিত বলেই বার্তা দিতে চাইলেন অনুপম হাজরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!