এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অর্জুনের পর কারা তৃণমূলে ! ঘরওয়াপসি প্রসঙ্গে কি জানালেন অভিষেক ? জেনে নিন !

অর্জুনের পর কারা তৃণমূলে ! ঘরওয়াপসি প্রসঙ্গে কি জানালেন অভিষেক ? জেনে নিন !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  গত সোমবার শ্যামনগরের একটি সভায় উপস্থিত হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এদিনের সভা থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে  ফিরতে আগ্রহীদের জল্পনাকে উস্কে দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর পরিস্থিতেই এদিন সভা থেকে বঙ্গ বিজেপি কে তীব্র কটাক্ষ কলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । এদিন তিনি সভা থেকে জানান “দরজা খুলে দিলে দলটা উঠে যাবে। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাবে না।”

এর পাশাপাশি এদিন শ্যামনগরের সভায় উপস্থিত জনতার উদ্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “অনেক গদ্দার, মীরজাফর আর দু’নম্বরিরা এখনও লাইনে আছে। আমি আপনাদের বলছি, দরজা বন্ধ করে রেখেছি। আমার কথা বোঝেন তো, আমি আছি বলে একটু চাপে আছে, দরজা বন্ধ। আপনারা চান দরজা খুলব ! না দরজা বন্ধ?” এর পর দর্শকের উদ্দেশে অভিষেক আরো বলেন, “খুলব? খুলব না? বন্ধ করে রাখব? আপনারা চান দরজা বন্ধ করে রাখব? ” তবে সভা থেকে উপস্থিত অনুগামীদের কাজ থেকে তেমন কোনো সদর্থক উত্তর না মেলায় নিজেই বিজেপি-কে নিশানা করে অভিষেক বলেন  “তাহলে দরজা বন্ধ রাখলাম।”

প্রসঙ্গ উল্লেখ্য যে এবারে  বিধানসভা নির্বাচনের পর থেকে মুকুল রায়, সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ. একাধিক নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন তবে পরবর্তীতে আবার ঐ তালিকায়  সদ্য যোগ হয়েছেন ভাটপাড়ার সাংসদ অর্জুন সিং যদিও তাঁকে ফেরানো নিয়ে দলের অন্দরে অসন্তোষের দাঁনা বাঁধতেই এদিন শ্যামনগরের সভা থেকে কর্মীদেরকে মনের অসন্তোষ কে দূর  করতেই বিজেপিও থেকে তৃণমূলে ফেরৎ নেওয়ার মতামত জানতে চাইলেন বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ । সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!