এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অর্জুনকে নিয়ে বিস্ফোরক সৌগত, ফের অস্বস্তি তৃণমূলে!

অর্জুনকে নিয়ে বিস্ফোরক সৌগত, ফের অস্বস্তি তৃণমূলে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিধানসভা নির্বাচনের আগেই দলকে বিপদে ফেলে যারা বিজেপিতে গিয়েছিলেন, তাঁদের অনেকেই এখন আবার তৃণমূলে আসতে শুরু করেছেন। 2019 সালের লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে বিজেপিতে যুক্ত হয়ে সাংসদ হয়েছিলেন অর্জুন সিংহ। আর সেই অর্জুন সিংহকে গ্রহণ করেছে তৃণমূল নেতৃত্ব। স্বভাবতই তৃণমূল কংগ্রেস কর্মীদের মনে এই ব্যাপারে ক্ষোভ বাসা বাধতে শুরু করেছে।

আর এই পরিস্থিতিতে এবার সেই অর্জুন সিংহকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। যেখানে অর্জুন সিং দলে আসাতে বিরাট কোনো লাভ বা ক্ষতি হবে না বলে জানিয়ে দিলেন তিনি। স্বভাবতই তৃণমূল সাংসদের এই মন্তব্যের পরেই রীতিমতো অস্বস্তি তৈরি হয়েছে ঘাসফুল শিবিরে।

সূত্রের খবর, এদিন অর্জুন সিংহের দলে আসা নিয়ে সৌগত রায়কে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই তৃণমূল সাংসদ বলেন, “অর্জুন সিংহের ব্যাপারে দল সিদ্ধান্ত নিয়েছে, আমার কিছু বলার নেই। আমার মনে হয় না, এতে বিরাট লাভ বা ক্ষতি হবে। এই এলাকায় তৃণমূল এমনিতেই সাতটার মধ্যে ছয়টা বিধানসভায় এগিয়েছিল। এক ভাটপাড়া বিধানসভা আমাদের সঙ্গে যুক্ত হল। সেটাকে বিরাট বলা যায় না। আর একটা লোকের যোগদানে ক্ষতিই বা হবে কেন!” স্বভাবতই সৌগত রায় যে রাখঢাক না করেই দলের অস্বস্তি বাড়িয়ে দিলেন, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!