অর্ণব ঘোষকে জেরা করতেই বেরিয়ে পড়লো দুই ট্রাঙ্ক ভর্তি নথি, চাপ বাড়লো প্রভাবশালীদের কলকাতা রাজ্য May 30, 2019 বৃহস্পতিবার আইপিএস অর্ণব ঘোষের দ্বিতীয় দফায় জেরা চলাকালীন দুপুরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে প্রিজন ভ্যানে করে দু’ট্রাঙ্ক ভর্তি নথি নিয়ে আসে বিধাননগর পুলিশ। আর যার জেরেই শুরু জোর জল্পনা। রাজনৈতিকমহলের ধারণা এগুলি সব সারদা তদন্তের নথি যা জেরা চলাকালীন অর্ণব ঘোষের কাছ থেকে পাওয়া গেছে। যদিও গোয়েন্দাদের একটা অংশ মনে করছেন, এই দু’ট্রাঙ্ক আসলে হিমশৈলের চূড়ামাত্র। এখনো অনেক নথি বাকি। আর এর পরেই রাজীব কুমারকে টার্গেট করতে চলেছে সিবিআই। কেননা তাদের দাবি যে রাজীব কুমারকে জেরা করলে এর থেকেও বেশি নথি উদ্ধার হবে , যা বড় বড় প্রভাভশালীদের ঘুম ওড়াবে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - তবে এদিকে দুই ট্রাঙ্ক ভর্তি নথি উদ্ধার হওয়ায় অনেক প্রভাবশালীদের ঘুম ইতিমধ্যেই উড়েছে বলে মনে করছেন রাজনৈতিকমহল। আপনার মতামত জানান -