এখন পড়ছেন
হোম > জাতীয় > অর্ণব গোস্বামীর গ্রেফতারির প্রতিবাদে ধর্নায় বসে আটক বিজেপি নেতা, বাড়ছে ক্রমশ উত্তাপ

অর্ণব গোস্বামীর গ্রেফতারির প্রতিবাদে ধর্নায় বসে আটক বিজেপি নেতা, বাড়ছে ক্রমশ উত্তাপ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ৪ ঠা নভেম্বর ২ বছরের পুরনো এক মামলায় গ্রেফতার করা হয় রিপাবলিক টিভির মুখ্য সম্পাদক অর্ণব গোস্বামীকে। সাংবাদিক অর্ণব গোস্বামীকে গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গেই এই ঘটনার তীব্র নিন্দা জানান একাধিক বিজেপি নেতৃত্ব। সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরন সহ গণতন্ত্র বিপন্ন করবার অভিযোগ আনা হয়। এই ঘটনাকে জরুরি অবস্থার সঙ্গে তুলনা করে বিজেপি। আজ রবিবার এই ঘটনার প্রতিবাদে দিল্লির রাজঘাটে প্রতিবাদ জানিয়েছিলেন বিজেপি নেতা কপিল মিশ্র। তাঁকে আটক করে দিল্লি পুলিশ।

প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই আইনি জটিলতার মধ্যে ছিলেন অর্ণব গোস্বামী। প্রসঙ্গত, গত ২০১৮ সালে ইন্টেরিয়র ডিজাইনার অন্বয় নাইক ও তাঁর মা আত্মহত্যা করেছিলেন মুম্বাই এর আলিবাগে। তাঁদের সুইসাইড নোটে রিপাবলিক টিভির মুখ্য সম্পাদক অর্ণব গোস্বামী সহ দুজনের নাম লেখা ছিল। সেই অভিযোগে অর্ণব গোস্বামীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ এর সিআইডি। টাকা ধার নিয়ে টাকা শোধ না দেওয়া, আত্মহত্যার প্ররোচনা দেওয়ার মতো অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। আগামীকাল সোমবার বম্বে হাইকোর্টে তাঁর জামিনের আবেদন শোনা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ রবিবার অর্ণব গোস্বামীকে গ্রেফতারের প্রতিবাদে দিল্লির রাজঘাটে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা কপিল মিশ্র, তাজিন্দর বগ্গা সহ বেশ কিছু বিজেপির নেতা-কর্মী। তবে, রাজঘাটে অবস্থান-বিক্ষোভ জানানোর কারণে, তাঁদের আটক করে নিয়ে যায় দিল্লি পুলিশ। কয়েকজন বিজেপি কর্মীদেরও আটক করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নির্ধারিত স্থানে তাদের প্রতিবাদ জানাবার জন্য বলা হয়েছিল। কিন্তু তারা পুলিশের নির্দেশ অমান্য করেছেন। সরকারি নির্দেশ অমান্য করার কারণেই তাদের আটক করেছে পুলিশ। বিজেপি নেতা কপিল মিশ্র টুইটারে টুইট করে তাঁদের আটক করার কথাটি জানালেন। এভাবে বিজেপি নেতাকে বিক্ষোভ কালে পুলিশ আটক করায় তা নিয়ে শুরু হলো রাজনৈতিক চাপান উতোর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!