এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > আরো বিপাকে বিজেপি সাংসদ অর্জুন সিংহের ভাইপো, জেনে নিন কারণ !

আরো বিপাকে বিজেপি সাংসদ অর্জুন সিংহের ভাইপো, জেনে নিন কারণ !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত গত শনিবার বিজেপি সাংসদ অর্জুন সিং এর ভাইপো সঞ্জিৎ সিং বা পাপ্পুকে ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা। গত সোমবার রাতে পাপ্পু সিং এর বাড়ি ও সেইসাথে বেশ কিছু এলাকায় তল্লাশি চালালো ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দারা। তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি সেদিন বাজেয়াপ্ত করা হলো। ফলে বিপদ বাড়লো পাপ্পু সিং এর।

প্রসঙ্গত বিজেপি সাংসদ অর্জুন সিং বেশ কিছুটা সময় ধরে তৃণমূল দলে ছিলেন। তৃণমূল দলে থাকার সময় একাধারে তিনি ছিলেন বিধায়ক, ভাটপাড়ার পুরপ্রধান ও ভাটপাড়া – নৈহাটি সমবায় ব্যাংকের চেয়ারম্যানও ছিলেন তিনি। অভিযোগ উঠেছে যে, ভাটপাড়া পুরসভার কাজের জন্য ২৬ জন ঠিকাদারকে ১৬ কোটি টাকা ঋণ পাইয়ে দেবার ব্যবস্থা করা হয়েছিল সেসময়ে সেই সমবায় ব্যাঙ্ক থেকে। কিন্তু, পরে জানা যায়, সম্পূর্ণভাবে জাল নথি তৈরি করে এই টাকা আত্মসাৎ করা হয়েছে। ঠিকাদারেরা এই টাকা শোধও করেনি।

এরপর, গোয়েন্দারা ও পুলিশের তদন্তে দেখা গেছে যে, এই ঋণের অর্থ টিকাদারদের অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে অর্জুন সিং ভাইপো পাপ্পুর সংস্থার অ্যাকাউন্টে। সেই টাকার একটি অংশ দিয়ে পাপ্পু সিং এই সমবায় ব্যাংকের একটি পুরনো ঋণ পরিশোধ করেছেন।

এরপর এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অর্জুন সিং এর ভাইপো পাপ্পুকে তিনবার তলব করেছিল পুলিশ। কিন্তু তিনি উপস্থিত হন নি। শেষপর্যন্ত, গত শনিবার ব্যাংক জালিয়াতি এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিনি হাজিরা দিতে গিয়েছিলেন। সে সময়ে তাকে গ্রেপ্তার করেছে ব্যারাকপুর কমিশনারেট এর গোয়েন্দা বিভাগ। এরপর গত সোমবার রাতে তাঁকে নিয়ে গোয়েন্দারা তাঁর ভাটপাড়ার বাড়িতে তল্লাশি চালায়। সেখানে থেকে বেশকিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রসঙ্গত ভাটপাড়াতে অর্জুন সিং এর পাশেই তাঁর ভাইপো পাপ্পুর বাড়ি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাপ্পুকে জেরা করে আরো কিছু ব্যক্তির কথা জানতে পারে পুলিশ ও গোয়েন্দারা। তাদের বাড়িতেও তল্লাশি চলে সে রাতে। সে রাতে তল্লাশি চলে ইছাপুরের মায়াপল্লিতে অর্জুন সিং এর ঘনিষ্ঠ জনৈক ব্যক্তির বাড়িতে। তল্লাশি করে সেখান থেকেও বেশ কিছু নথি গোয়েন্দারা বাজেয়াপ্ত করেছেন। আবার সে রাতেই দমদমের কাশীপুরে অর্জুন সিংয়ের এক আত্মীয়ার বাড়িতে চলে তল্লাশি। সেখান থেকেও উদ্ধার করা হয় বেশ কিছু নথি।
উদ্ধার হওয়া এই নথিগুলি মামলায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে বলে গোয়েন্দারা মনে করছেন।

এ প্রসঙ্গে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা প্রধান অজয় ঠাকুর জানিয়েছেন, ” ব্যাঙ্ক জালিয়াতির মামলা প্রায় শেষের পথে। এ বার যে সব অভিযুক্তের বিরুদ্ধে অকাট্য প্রমাণ রয়েছে, তাঁদের গ্রেফতার করা হবে।” তবে, এ প্রসঙ্গে বিজেপি সাংসদ অর্জুন সিং এর বক্তব্য, ” কী নথি পাবে পুলিশ? সব লোক দেখানো। পুলিশ আসলে বিনা কারণে আমাকে এবং আমার আত্মীয়দের হেনস্থা করছে।’’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!