এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা >  আরও বিপাকে টালা থানার ওসি? আজ দুপুরেই বড় ব্যাক্তিকে তলব করলো সিবিআই!

 আরও বিপাকে টালা থানার ওসি? আজ দুপুরেই বড় ব্যাক্তিকে তলব করলো সিবিআই!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন টালা থানার ওসি অভিজিৎ মন্ডল। আর এবার তার স্ত্রী এবং তার আইনজীবীকে তলব করলো সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যার ফলে এবার কি টালা থানার ওসি আরও চাপের মুখে পড়বেন, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আরজিকর কান্ডের পরিপ্রেক্ষিতে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করা হয়। যা নিয়ে রাজ্য রাজনীতিতে কার্যত ঝড় উঠতে শুরু করে। আর এই পরিস্থিতিতে এবার সেই ঘটনায় সেই অভিজিৎ মন্ডলের স্ত্রী এবং তার আইনজীবীকে আজই দুপুর সাড়ে ১২ টার সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয়েছে। স্বাভাবিকভাবেই তাদের কাছ থেকে জেরা করে কেন্দ্রীয় সংস্থা কি তথ্য পাওয়া এবং তার পরিপ্রেক্ষিতে তাদের পরবর্তী পদক্ষেপ কি হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!