এখন পড়ছেন
হোম > জাতীয় > আরও বড় বিপাকে অর্ণব, কি রায় দিলো বম্বে হাইকোর্ট ? জেনে নিন!

আরও বড় বিপাকে অর্ণব, কি রায় দিলো বম্বে হাইকোর্ট ? জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ৪ ঠা নভেম্বর ২ বছরের বছরের পুরনো একটি মামলায় গ্রেফতার করা হয়েছিল রিপাবলিক টিভির মুখ্য সম্পাদক অর্ণব গোস্বামীকে। বেশ কিছুদিন ধরেই আইনি জটিলতার মধ্যে ছিলেন তিনি। আজ সোমবার বোম্বে হাইকোর্ট রায় তাঁর বিপদ আরও বাড়িয়ে দিল। আজ বোম্বে হাইকোর্ট অর্ণব গোস্বামীর করা অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিল।

প্রসঙ্গত, গত ২০১৮ সালের এক আত্মহত্যার ঘটনায় আত্মহত্যার প্ররোচনা দেবার অভিযোগে অর্ণব গোস্বামীকে মুম্বাই পুলিশের সিআইডি গ্রেপ্তার করেছিল। এরপর সাংবাদিক অর্ণব গোস্বামী তাঁর অন্তর্বর্তী জামিনের জন্য আবেদন করেছিলেন। আজ সেই আবেদন খারিজ করে দিল আদালত।

অভিযোগ উঠেছে, অর্ণব গোস্বামীর চ্যানেলের জন্য বেশ কিছু কাজ করার পরও অন্বয় নায়েক ও তাঁর মা কুমুদ নায়েককে তাঁদের পারিশ্রমিক দেয়া হয়নি। যে কারণে তাঁরা শেষপর্যন্ত আত্মঘাতী হয়েছিলেন। ২০১৮ সালের মে মাসে অর্ণব গোস্বামীর বিরুদ্ধে মামলা করা হয়েছিল। এরপর ২০২০ সালে এই মামলায় তাঁকে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করে। শোনা যায়, ইন্টেরিয়ার ডিজাইনার অন্বয় নায়েক ও তাঁর মা কুমুদ নায়েক তাঁদের সুইসাইড নোটে অর্ণব গোস্বামীর নাম লিখে গিয়েছিলেন। তাঁরা আত্মহত্যা করেছিলেন মুম্বাইএর আলিবাগে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্ণব গোস্বামী ছাড়াও এই মামলায় অভিযুক্ত ফিরোজ শেখ, নীতীশ শারদা প্রমুখকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাউকেই অন্তর্বর্তী জামিন দেয়া হবে না বলে জানাল বোম্বে হাইকোর্ট।অন্যদিকে অর্ণব গোস্বামী বোম্বে হাইকোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন ছাড়াও আলিবাগ সেশন কোর্টে একটি রেগুলার জামিনের আবেদন করেছিলেন, হাইকোর্টের এই রায়ের কিছু আগে।

আবার জেল হেফাজতে অর্ণব গোস্বামী ফোন ব্যবহার করেছেন এমন অভিযোগ উঠেছিল। এরপর তাঁকে নভি মুম্বই এর তাজোলা সেন্ট্রাল প্রিজনে রাখা হয়েছিল। এর আগে তাঁকে রাখা হয়েছিল করোনার একটি অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টারে। তবে আজ বোম্বে হাইকোর্টের রায় তাঁর বিপদকে অনেকটাই বাড়িয়ে দিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!