এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিধানসভার আগে বড় ধামাকা তৃণমূলের! এবার হেভিওয়েট এই সিপিএম বিধায়ক যোগ দিলেন শাসকদলে

বিধানসভার আগে বড় ধামাকা তৃণমূলের! এবার হেভিওয়েট এই সিপিএম বিধায়ক যোগ দিলেন শাসকদলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট রাজ্য জুড়ে চলছে একুশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। আর সেই সূত্রে প্রতিটি রাজনৈতিক দল নিজেদের ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এগিয়ে চলেছে। এবং নিজেদের ক্ষমতা বাড়াতে ক্রমাগত একে অন্যের শিবিরে চলছে আঘাত করা। এবার তৃণমূলে যোগ দিলেন বসিরহাট উত্তরের সিপিএম বিধায়ক রফিকুল ইসলাম। এই রফিকুল ইসলাম কিন্তু একসময় তৃণমূল শিবিরের অন্যতম নেতা ছিলেন। 2016 বিধানসভা নির্বাচনে প্রার্থী টিকিট না পেয়ে বিক্ষুব্ধ নেতা হিসেবে যোগ দেন সিপিএমে।

আবার তিনিই তৃণমূলে ফিরে এসে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই তিনি ফিরে এসেছেন। তৃণমূলে এদিন রাজ্যের দুই মন্ত্রী সাধন পান্ডে ও অরূপ বিশ্বাসের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন রফিকুল ইসলাম। সিপিএমে যোগ দেওয়ার পর রফিকুল ইসলামকে বাম কংগ্রেস প্রার্থী হিসেবে বসিরহাট উত্তরের টিকিট দেয় আলিমুদ্দিন স্ট্রিট। সেসময় অবশ্য সিপিএমের অন্দরেই রফিকুলের বিরোধিতা করতে দেখা গিয়েছিল একাংশকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকের মতে, উত্তর 24 পরগনার এক প্রভাবশালী নেতার চাপেই রফিকুলকে প্রার্থী টিকিট দেয় আলিমুদ্দিন। এবার রফিকুল যখন আবার তৃণমূল শিবিরে স্বেচ্ছায় পদার্পণ করল সিপিএম ছেড়ে, তখন সেদিনের বিরোধিতাকারী নেতারা এবার একে একে মুখ খুলছেন। অন্যদিকে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী এদিন জানিয়েছেন, পশ্চিমবাংলায় তৃণমূল এবং বিজেপি দল ভাঙানোর খেলায় মেতে উঠেছে যা অত্যন্ত নিন্দনীয়। প্রসঙ্গত, একুশের নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে বিভিন্ন শিবিরে দলবদল হচ্ছে।

কিছুদিন আগেই রামনগরের প্রাক্তন সিপিএম বিধায়ক ও মালদা গাজোল এর প্রাক্তন তৃণমূল বিধায়ক যোগ দিয়েছিলেন বিজেপিতে। আর এবার আরেক সিপিএম বিধায়ক এসে যোগ দিলেন তৃণমূলে। বিশেষজ্ঞদের মতে, 2011 সালের পর থেকে ধীরে ধীরে রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে বাম শিবির। সে জায়গায় বাংলার রাজনীতিতে ফিরে আসার জন্য বামেরা এখন কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়াই চালাচ্ছে। এই অবস্থায় বাম বিধায়কের সংখ্যা কমে আসা মোটেই ইতিবাচক নয় বাম শিবিরের পক্ষে, বলে মত রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!