এখন পড়ছেন
হোম > জাতীয় > আরও একবার বিধি-নিষেধ জারি হল রাজধানীতে, সৌজন্যে ওমিক্রণ! বাড়ছে আতঙ্ক

আরও একবার বিধি-নিষেধ জারি হল রাজধানীতে, সৌজন্যে ওমিক্রণ! বাড়ছে আতঙ্ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আরও একবার দিল্লির বুকের শুরু হয়ে গেল নিয়মের কড়াকড়ি। করোনার শুরু থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয়ে ব্যাপক কড়াকড়ি শুরু হয়ে যায় দেশজুড়ে। তবে সাম্প্রতিককালে সেই কড়াকড়িতে বেশ কিছুটা শিথিলতা এসেছিল। কিন্তু ওমিক্রণ আরও একবার আতঙ্ক জাগিয়ে দিল। ফলস্বরূপ, তড়িঘড়ি সাবধানতা অবলম্বন করতে দিল্লি জুড়ে সমস্ত সিনেমা হল এবং জিম বন্ধ হয়ে গেল। খুব স্বাভাবিকভাবেই দিল্লির সাধারণ মানুষের মনে এই মুহূর্তে তীব্র আতঙ্ক। পাশাপাশি দিল্লি জুড়ে জারি করা হয়েছে হলুদ সর্তকতা। তবে সূত্রের খবর, শপিং মল খোলা থাকবে, কিন্তু নির্ধারিত সময়ে বন্ধ করতে হবে।

জানা গিয়েছে, সকাল 10 টা থেকে রাত 8 টা পর্যন্ত শপিংমল খোলা থাকবে। এবং আরও একবার দিল্লি জুড়ে শুরু হতে চলেছে রাতের পাহারা অর্থাৎ নৈশ কার্ফু। জানা গিয়েছে, রাত এগারোটা থেকে পরের দিন ভোর 5 টা পর্যন্ত এই কার্ফু জারি থাকবে। মঙ্গলবার দুপুরে দিল্লি সরকার এই সিদ্ধান্তের ঘোষণা করেছে। এ প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, পরপর দু’দিন ওমিক্রণ এর পজিটিভিটি রেট 0.5 শতাংশ রয়েছে। আর তাই তড়িঘড়ি সাবধানতা গ্রহণ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে আরও বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হবে দিল্লি সরকারের পক্ষ থেকে এবং সেগুলি কিছুদিনের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হবে বলে জানান দিল্লির মুখ্যমন্ত্রী। পাশাপাশি দিল্লিবাসীর কাছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবেদন রেখেছেন, মাস্ক ব্যবহার করার। একইসাথে সামাজিক দূরত্ব আবার আগের মতো মেনে চলার কথা তিনি বলেছেন। অন্যদিকে স্কুল-কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানও আরও একবার বন্ধ হয়ে গেল। নতুন বছরের প্রথম দিন থেকেই তাকে শীতের ছুটি পড়ে যাচ্ছে দিল্লিতে প্রত্যেকটি স্কুলে।

অন্যদিকে দোকান বাজার একদিন অন্তর একদিন খোলা থাকবে বলে জানা গিয়েছে। মেট্রো এবং বাস অর্ধেক যাত্রী নিয়ে চলবে। যে কোন বিয়ের অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করা হবে এবং একাধিক নিষেধাজ্ঞা জারি করা হবে। মহারাষ্ট্রে ইতিমধ্যেই ওমিক্রণ সংক্রমণ বিপদসীমা ছাড়িয়ে গিয়েছে। আর তাই সেখানেও শুরু হয়ে গিয়েছে পরিস্থিতি আয়ত্তে আনার জন্য নৈশ কার্ফু। আপাতত দিল্লিতে কঠোর সাবধানতা অবলম্বন করে ওমিক্রণকে কতটা আয়ত্তে আনা যায় সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!