এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > আরও একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, সৌজন্যে তালিবানি মন্তব্য

আরও একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, সৌজন্যে তালিবানি মন্তব্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য সংবাদ শিরোনামে এসেছেন। সম্প্রতি তিনি আবারও একটি বিতর্কিত মন্তব্য করেছেন। এক্ষেত্রে তাঁর নিশানায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর বিভিন্ন প্রকল্প। কার্যত দিলীপ ঘোষের কণ্ঠে শোনা গেছে, তালিবান নিয়েও কথা। আফগানিস্তানের তালিবানি দখল নিয়ে এই মুহূর্তে চর্চা চলছে বিশ্বের সর্বত্র। রাজ্য বিজেপি সভাপতিও সেই তালিবানি মন্তব্যের আশ্রয় নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে। বৃহস্পতিবার খড়্গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেদিনীপুরের সাংসদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা করেছেন।

আর সেই সূত্রে তিনি তালিবানের উদাহরণ দিয়েছেন। কার্যত দিলীপ ঘোষের দাবি, যদি প্রধানমন্ত্রীর ওপর ভরসা করা যায়, তাহলে সুরক্ষিত থাকা যায়। কিন্তু তৃণমূল নেত্রীর ওপর ভরসা করলে তালিবানদের গুলি খেতে হবে। মেদিনীপুরের সংসদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রী মোদী সমস্ত ভারতীয় দের আফগানিস্তান থেকে দেশে ফিরিয়ে আনছেন সুরক্ষিতভাবে। এর আগেও প্রধানমন্ত্রী লিবিয়া থেকে ভারতীয়দের ফিরিয়ে এনেছিলেন আর সেই উদাহরণ দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। লকডাউনের সময় 70 লক্ষ ভারতীয়কে প্রধানমন্ত্রী মোদী নিরাপদে ফিরিয়ে এনেছিলেন বলে দাবি করেছেন দিলীপ ঘোষ।

তিনি বলেন, “মোদীজি হ্যায় তো মুমকিন হ্যায়। আর দিদির ওপর ভরসা করলে, কপালে লেখা আছে তালিবানদের গুলি।” দিলীপ ঘোষের এই বিতর্কিত মন্তব্য নিয়ে সাথে সাথে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা এবং চড়ছে বিতর্কের পারদ। অন্যদিকে লক্ষীর ভান্ডার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষ জানান, যখন প্রধানমন্ত্রী কাউকে টাকা দেন তখন তাঁদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়। কিন্তু লক্ষীর ভান্ডারের 500 কিংবা হাজার টাকা পেতে মানুষকে চূড়ান্ত অব্যবস্থার মধ্যে লাইনে দাঁড়াতে হচ্ছে। পাশাপাশি সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, মাদার ডেয়ারির নাম বদলে বাংলা ডেয়ারি করবেন। আর তাই নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দিলীপ ঘোষ দাবি করেছেন, রাজ্যে সিন্ডিকেট রাজ চলছে। দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য শুনে মেদিনীপুরের সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, দিলীপ ঘোষের তালিবানি মন্তব্যের সঙ্গে যথেষ্ট পরিচয় আছে খড়্গপুরবাসীর। কার্যত একুশের বিধানসভা নির্বাচনে খড়্গপুরে বিধায়ক হয়েছেন বিজেপির তারকা বিধায়ক হিরণ। সুজয় হাজরা আরও বলেন, জলমগ্ন মানুষ যখন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য ত্রাণ চাইতে গিয়েছিলেন, তখনও দিলীপ ঘোষ বিতর্কিত মন্তব্য করেছেন।

এমনকি বিদায়ী কাউন্সিলরকে ল্যাম্পপোস্টে বেঁধে রাখার কথাও বলেছেন। সম্প্রতি এই নিয়ে একচোট বিতর্ক তৈরি করেছিলেন দীলিপ ঘোষ। পাশাপাশি তৃণমূল জেলা সভাপতি আক্রমণাত্মক সুরে বলেন, প্রধানমন্ত্রী মোদী নোটবন্দী করে যখন লক্ষ লক্ষ গরিব মানুষকে লাইনে দাঁড় করিয়েছিলেন, সেই সময় এইসব কথা কোথায় ছিল? সব মিলিয়ে দিলীপ ঘোষের বিতর্কিত তালিবানি মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে রাজনৈতিক জলঘোলা। কার্যত এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল এবং বিজেপির চাপানউতোর যে বৃদ্ধি পাবে, তা বলাইবাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!