এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > আরও একবার বিজেপিতে বড় ভাঙন, দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন দুই হেভিওয়েট

আরও একবার বিজেপিতে বড় ভাঙন, দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন দুই হেভিওয়েট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের পর থেকে গেরুয়া শিবিরের ভাঙন শুরু হয়েছে। আর যত দিন যাচ্ছে, সেই ভাঙন জোড়া লাগার বদলে আরও ভঙ্গুর হচ্ছে। কলকাতা পুরসভা নির্বাচনের আগেই বিজেপি থেকে গণহারে তৃণমূলে চলে এসেছেন অনেকেই। জেলা কমিটি তৈরি হবার পর মতুয়া সম্প্রদায়ের কেউ কমিটিতে না থাকার অভিযোগে 5 বিধায়ক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিয়েছেন। আর এবার বারাসাত সাংগঠনিক জেলা সহ-সভাপতি এবং আহ্বায়ক বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিলেন।

আর তারপরেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে আরো একবার জল্পনা। পাশাপাশি গেরুয়া শিবিরের অন্দরে তীব্র অস্বস্তি। কিছুদিন আগেই বারাসাতে প্রায় 500 জন নেতাকর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এসেছেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর হাত ধরে। তৃণমূলে যোগদান করেন তাঁরা। আর এবার কলকাতা পুরসভা নির্বাচনের পর বিজেপির দুই শীর্ষ নেতা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিলেন। কার্যত রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় এই দুজন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত জানা যাচ্ছে, রাজ্য কমিটিতে যেসব নেতারা গুরুত্ব পাননি তাঁরাই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে প্রতিবাদী হচ্ছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেমন বারাসাত সাংগঠনিক জেলার আহ্বায়ক অনুপ দাস হোয়াটস্যাপ গ্রুপ ছাড়লেন। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি সরে দাঁড়ালেন। অবশ্য এই ব্যাপারটিকে বিজেপি বিশেষ আমল দিতে রাজি নয়। একই সাথে তৃণমূলও বিশেষ গুরুত্ব দিচ্ছেনা। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে বিজেপির সংগঠন বলে কিছু নেই। তবে বিজেপিতে যে আরও বড় ভাঙন আসতে চলেছে তা নিয়ে নিশ্চিত রাজ্যের শাসকদল। বনগাঁর পর বাঁকুড়া, আর এবার বারাসাত- 3 সাংগঠনিক জেলায় গেরুয়া শিবিরের ভাঙন ব্যাপক শোরগোল ফেলেছে। আপাতত পরিস্থিতি সামাল দিতে বিজেপি নেতৃত্ব কি ব্যবস্থা গ্রহণ করে, সে দিকেই থাকছে নজর।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!