এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > আরও একবার জোরদার ধাক্কা গেরুয়া শিবিরে! এবার বিজেপিকে টেক্কা দিল কংগ্রেস, কিভাবে? জেনে নিন

আরও একবার জোরদার ধাক্কা গেরুয়া শিবিরে! এবার বিজেপিকে টেক্কা দিল কংগ্রেস, কিভাবে? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আরও একবার গেরুয়া শিবিরের কাছে জোর ধাক্কা। প্রসঙ্গত 2024 এর লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজ্যে ছোটখাটো নির্বাচনী লড়াইয়ে কিন্তু বিজেপিকে চাপের মুখে পড়তে হচ্ছে। একুশের বিধানসভার নির্বাচনী লড়াইয়ে বাংলায় বিজেপিকে গোহারান হারতে হয়েছে। আর এবার কর্ণাটকে স্থানীয় নির্বাচনে বিজেপিকে টেক্কা দিল কংগ্রেস। সূত্রের খবর, গত 27 ডিসেম্বর কর্ণাটকের কুড়িটি জেলায় ছড়িয়ে থাকা 58 টি শহুরে সংস্থায় নির্বাচন হয়।

এবং বিভিন্ন শহুরে সংস্থার 9 টি ওয়ার্ড এবং 57 টি গ্রাম পঞ্চায়েতে উপনির্বাচন হয়। আর এই নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে, বিজেপির থেকে অনেকটাই এগিয়ে রয়েছে কংগ্রেস। সোমবার যে 1184 টি আসনে নির্বাচন হয়। তার মধ্যে দেখা যাচ্ছে, কংগ্রেস 501টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে বিজেপি অনেকটাই পিছিয়ে।  এই নির্বাচনে 433 টি আসনে জয়লাভ করেছে। তার মধ্যে জেডিএস 45 টি আসন পেয়েছে। বাকি থাকা 205টি আসন নির্দল কিংবা ছোট দলগুলো জয়লাভ করেছে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কর্ণাটকে একাধিক পুরসভায় দেখা যাচ্ছে, বিজেপি এবং কংগ্রেস পাল্লা দিয়ে লড়াই করেছে। এবং শেষ পর্যন্ত এগিয়ে গেছে কংগ্রেস। আবার কোথাও কোথাও নির্দলরাও চাপে ফেলেছে দুই শিবিরকে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের ফলাফল কার্যত লোকসভা নির্বাচনের আগে বিজেপির জন্য কড়া সর্তকতা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, 2024 এর লোকসভা নির্বাচনের আগে এ ধরনের ছোট ছোট নির্বাচনের ফলাফল অবশ্যই সাধারণ মানুষের মন বুঝে নেওয়ার জন্য যথেষ্ট। আর সেক্ষেত্রে কিন্তু বিজেপিকে নিজেদের সংগঠনের দিকে আরো বেশি নজর দিতে হবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে কংগ্রেস এই ফলাফলের হাত ধরে কিছুটা অক্সিজেন পেল বলেই মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!