এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আরও ঝাঁঝরা হচ্ছে ঘাসফুল শিবিরের নিবিড় বন্ধন! শোভন সক্রিয় হতেই বেসুরো ঘনিষ্ঠ তৃণমূল নেতারা!

আরও ঝাঁঝরা হচ্ছে ঘাসফুল শিবিরের নিবিড় বন্ধন! শোভন সক্রিয় হতেই বেসুরো ঘনিষ্ঠ তৃণমূল নেতারা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের শাসক দলে যেন ভাঙ্গনের ঝড় উঠেছে। মুকুল রায়ের হাত ধরে একসময় তৃণমূল থেকে বহু নেতা-মন্ত্রীরা বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম হলেন শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যথারীতি দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর শোভন-বৈশাখী সক্রিয় হবার তোড়জোড় শুরু হতেই আবারও তৃণমূল শিবিরের বড় ধাক্কা লাগার জোগাড়। এবার শোভন ঘনিষ্ঠ তৃণমূল নেতা বেসুরো হবার পথে।

বিগত দিনে শুভেন্দু অধিকারীর হাত ধরে এক ঝাঁক তৃণমূল নেতাকর্মীরা বেরিয়ে এসেছেন এবং এখনো পর্যন্ত বেরিয়ে চলেছেন শাসক দল থেকে। এই অবস্থায় শোভন চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বিদায়ী তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে ফেসবুকে নতুন এমন একটি পোস্ট করেছেন, যা নিয়ে জল্পনা উঠেছে তুঙ্গে। সূত্রের খবর, এই ফেসবুক পোস্টে সুদীপ পোল্লে দাবি করেছেন, তাঁর কথার কোন গুরুত্ব নেই। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আগামী দিনে যা কিছু হবে এটার জন্য তিনি দায়ী নন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

খুব স্বাভাবিক ভাবেই সুদীপ পোল্লের ফেসবুক পোস্ট বর্তমান মুহূর্তে হয়ে উঠেছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত সপ্তাহেই শোনা গিয়েছিল শোভন-বৈশাখীর রোদ শোয়ের পর শোভন চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল থেকে বিদায়ী 3 কাউন্সিলর বিজেপিতে যোগ দিতে চলেছেন। যদিও সেই রোড শো হয়নি। তবে শোনা যাচ্ছে, তৃণমূলের একাধিক বিদায়ী কাউন্সিলর শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে কিন্তু যোগাযোগ রেখে চলেছেন গোপনে। ফলস্বরুপ, তৃণমূল শিবিরে যে আবারো বড়োসড়ো ভাঙ্গন ধরতে চলেছে সে ব্যাপারে ক্রমশ নিশ্চিত হচ্ছেন বিশেষজ্ঞরা।

আর মনে করা হচ্ছে, সেই তালিকায় নাম যোগ হতে চলেছে বিদায়ী কাউন্সিলর সুদীপ পোল্লের। আপাতত এখন দেখার, গত সোমবার যে দাবী করা হয়েছিল বিদায়ী 3 তৃণমূল কাউন্সিলরের গেরুয়া শিবিরে যোগদান নিয়ে, তা আজকে শোভন-বৈশাখীর রোড শো এর পর হয় কিনা সেদিকে নজর রাখছে রাজনৈতিক মহল। পাশাপাশি তৃণমূল শিবিরের ভাঙন ধরা জরাজীর্ণ চওড়া ফাটল দিয়ে আর কারা কারা গেরুয়া শিবিরে প্রবেশ করেন সেদিকে নজর রাখছে ওয়াকিবহাল মহল।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!