এখন পড়ছেন
হোম > রাজ্য > আরও কড়া হচ্ছে নবান্নের নিরাপত্তা! পুলিশের অনুমতি ছাড়া ধারে-পাশে ঘেঁষতে পারবে না কেউ!

আরও কড়া হচ্ছে নবান্নের নিরাপত্তা! পুলিশের অনুমতি ছাড়া ধারে-পাশে ঘেঁষতে পারবে না কেউ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার আরও কড়া নিরাপত্তা প্রয়োগ করা হচ্ছে রাজ্য সরকারের সদরদপ্তর নবান্নে। সূত্রের খবর, এবার রাজ্য সরকারের এই প্রধান দপ্তরের তিনটি প্রবেশপথেই বসানো হচ্ছে বলার গেট। যার ফলে কোনো অবাঞ্ছিত গাড়ি এবার সেখানে ঢুকতে পারবে না। বস্তুত, নবান্নের আগে এই ধরনের গেট ভবানী ভবনে বসানো হয়েছিল। তবে এবার তা নবান্নে বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার এই ব্যাপারে নবান্নের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন ডিরেক্টর অফ সিকিউরিটি বিনীত গোয়েল। যেখানে গোটা নবান্ন পরিদর্শন করে ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনার পর নতুন গেট বসানোর সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু কিভাবে এবং কোথায় কোথায় এই নয়া গেট বসানো হবে? প্রসঙ্গত উল্লেখ্য নবান্নের প্রবেশপথের পূর্ব দিকে দুটি এবং উত্তর দিকে এই গেট বসানো হবে।

জানা গেছে, এই তিনটে গেট দিয়েই নবান্নের ভেতরে বিভিন্ন গাড়ি যাতায়াত করে। যেখানে মুখ্যসচিব থেকে শুরু করে স্বরাষ্ট্র সচিব, অর্থসচিব সহ মুখ্যমন্ত্রী এবং বেশ কয়েকজন মন্ত্রী পূর্বদিকের এন্ট্রি গেট দিয়ে ঢোকেন এবং বেরোনোর সময় পাশের এক্সিট গেট দিয়ে বেরিয়ে যায়। আর বাদ বাকি সমস্ত গাড়ি উত্তর গেটের উল্টোদিকে মাল্টিপ্লেক্স পার্কিং সেন্টারে রাখা হয়। তবে বর্তমানে যে পথ দিয়ে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য শীর্ষ অফিসাররা নবান্নে প্রবেশ করে, এবার সেখানেই বসানো হবে এই বলার্ড গেট। যার ফলে বিনা অনুমতিতে অন্য কোনো গাড়ি এখানে ঢুকতে পারবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে করোনা সংক্রমনের কারনে লিফট ব্যবহারের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ আনা হয়েছে নবান্নের তরফ থেকে। যেখানে একটি লিফটে একসঙ্গে চার জনের বেশি কোনোমতেই যাওয়া যাবে না বলে নির্দেশিকা জারি করেছে নবান্ন। শুধু তাই নয়, করোনা সংক্রমণকে এড়াতে মূল বিল্ডিংয়ের ঢোকার আগে স্যানিটাইজার এবং সাবান দিয়ে হাত ধোয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ একদিকে বর্তমান পরিস্থিতিতে যেমন স্বাস্থ্যবিধি মেনে রাজ্য সরকারের সদরদপ্তরে সকলকে প্রবেশ করতে হবে, ঠিক তেমনই নিরাপত্তার ক্ষেত্রেও নয়া গেট বসিয়ে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে নবান্নের নিরাপত্তার ক্ষেত্রে এই নয়া উদ্যোগ কতটা ফলপ্রসূ হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!