এখন পড়ছেন
হোম > জাতীয় > আর ‘মাত্র’ ১০-১৫ কোটি নয়! বিধায়ক কিনতে আকাশছোঁয়া দর বিজেপির! বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর

আর ‘মাত্র’ ১০-১৫ কোটি নয়! বিধায়ক কিনতে আকাশছোঁয়া দর বিজেপির! বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনৈতিক বিবাদের কারণে রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী ও রাজস্থান কংগ্রেসের যুবনেতা সচিন পাইলট তাঁর ১৮ জন সমর্থক বিধায়ক সহ রাজস্থান বিধানসভা থেকে ইস্তফা দেবার পরেই জমে উঠেছে রাজস্থানের রাজনৈতিক নাটক। বারবার সেখানে দেখা যাচ্ছে পটবদল ও ক্লাইম্যাক্স। সচিন পাইলটদের দল থেকে বহিষ্কারের পর বিধানসভার অধিবেশন ডাকা নিয়ে রাজ্যপাল কলরাজ মিশ্রের বারবার আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এজন্য বিধায়কদের নিয়ে রাজভবনের সামনে ৫ ঘন্টার টানা বৈঠক ও করতে দেখা গিয়েছিল তাঁকে।

এমনকি এবিষয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে প্রথমে চিঠি, পরে ফোনও করেছেন। তবে রাজ্যপালের কাছে পরপর তিন বার আবেদনে ব্যর্থ হয়েও শেষপর্যন্ত রাজ্যপাল তাঁর আবেদনে সারা দিয়েছেন। আগামী ১৪ অগাস্ট বসতে চলেছে বহু প্রত্যাশিত রাজস্থান বিধানসভার অধিবেশন। আর এই অধিবেশনে আস্থাভোটে করিয়ে নিজের ক্ষমতাকে সুনিশ্চিত করতে ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন গেহলট। বিরোধীদল বিজেপি, বিএসপিও বসে নেই। তারাও ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের ঘর গোছাতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই পরিস্থিতে গেহলটের সামনে পথের কাঁটা হয়ে দেখা দিচ্ছে রাজস্থানের বিরোধী দলগুলি।কারণ বিরোধীদল বিএসপি কংগ্রেস থেকে নিজেদের দূরত্ব বজায় রেখেছে। বিএসপি সুপ্রিমো মায়াবতী তাঁর বিধায়কদের কংগ্রেসে ভোট না দেবার জন্য স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আর এই অবস্তায় গেহলট বিজেপির বিরুদ্ধে এক গুরুত্ব অভিযোগ আনলেন। তাঁর অভিযোগ বিজেপি বিধায়ক কিনতে মোটা দাম হাঁকতে শুরু করেছে। পূর্বের মতো ১০ বা ১৫ কোটিতে নয় বিধায়ক কেনবার জন্য বিজেপি এখন বিপুল অর্থ খরচ করছে বলে তাঁর অভিযোগ। তিনি দাবি করেছেন যে, আগে বিজেপি বিধায়ক কিনতে ১০ কোটি বা ১৫ কোটি দেবার কথা বলেছিল, কিন্তু এখন তারা আকাশ ছোয়া দামে বিধায়ক কেনার খেলায় মত্ত হয়ে উঠেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!