এখন পড়ছেন
হোম > রাজ্য > গ্রেফতার হলেন প্রাক্তন তৃণমূল মন্ত্রীর ছেলে

গ্রেফতার হলেন প্রাক্তন তৃণমূল মন্ত্রীর ছেলে

গ্রেফতার হলেন প্রাক্তন তৃণমূল মন্ত্রীর ছেলে। এদিন গাইঘাটা থানার পুলিস প্রাক্তন মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের ছেলে শান্তনু ঠাকুর- কে গ্রেফতার করে। অভিযোগ কর্তব্যরত পুলিসকর্মীকে নিগ্রহ। জানা গেছে কয়েকদিন আগে একটি সোনার হার ঠাকুরগনরের ঠাকুরবাড়ি থেকে চুরি যায় । গাইঘাটা থানায় এই নিয়ে অভিযোগ জানানো হয় সেখানে তদন্তে নেমে পুলিশ সিসিটিভি দেখে দুইজনকে গ্রেফতার করতে যায় আর তাতেই বাধে অশান্তি।অভিযুক্তদের গ্রেফতার করা যাবে না বলে পুলিশদের বাধা দেন শান্তনু ঠাকুর অভিযোগ পুলিশের।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাতেই পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে গেলে গাইঘাটা থানার ওসিকে নিগ্রহ করা হয় বলেও অভিযোগ উঠেছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন শান্তনুবাবু। তিনি দাবি করেছেন যে তিনি পুলিশকে বাধা দেননি শুধুমাত্র জানতে চেয়েছিলেন পুলিশ ওই দুই ব্যাক্তিকে কেন গ্রেফতার করতে চাইছে। প্রসঙ্গত বনগাঁ লোকসভা উপ-নির্বাচনে বিজেপি প্রার্থী ছিলেন শান্তনু ঠাকুর।তৃণমূল প্রার্থী তথা জ্যেঠিমা মমতা ঠাকুরের কাছে পরাজিত হন তিনি। তবে এদিকে বিজেপির দাবি যে তৃণমূল নিজ স্বার্থ চরিতার্থ করতে এইসব করছে। অন্যদিকে তৃণমূল সব অভিযোগ অস্বীকার করে বলেছে এর মধ্যে রাজনীতির কোনো সম্পৰ্ক নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!