অর্থ সাহায্য দিয়ে রাম মন্দির নির্মাণ কার্যকে স্বাগত জানালেন রাষ্ট্রপতি জাতীয় বিশেষ খবর January 15, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ১৫ ই জানুয়ারি থেকে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ও বিশ্ব হিন্দু পরিষদের সম্মিলিত উদ্যোগে দেশজুড়ে শুরু হলো রাম মন্দির নির্মাণ উপলক্ষে অর্থ সংগ্রহের প্রচেষ্টা। আজ সকাল থেকেই এই কর্মসূচি শুরু হলো। যে কর্মসূচি আগামী ২৭ সে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রায় দেড় মাস ধরে চলা এই কর্মসূচির মাধ্যমে ১৩ কোটি পরিবারের কাছে পৌঁছে যাবার লক্ষ্যমাত্রা ধার্য করেছেন স্বেচ্ছাসেবকেরা। আজ রাম মন্দির নির্মাণ উপলক্ষে অর্থসাহায্য দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাম মন্দির নির্মাণ উপলক্ষে আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাম মন্দির ট্রাস্টের হাতে একটি ৫ লক্ষ টাকার চেক তুলে দিলেন। এ প্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের রাষ্ট্রীয় কার্যকারী অধ্যক্ষ আলোক কুমার জানিয়েছেন যে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত দিয়েই তাঁরা শ্রীরাম মন্দির নির্মাণ উপলক্ষে অর্থ সংগ্রহ অভিযানের সূচনা করেছেন। এবার তাঁরা যেতে চলেছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর কাছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - বিশ্ব হিন্দু পরিষদের রাষ্ট্রীয় কার্যকারী অধ্যক্ষ আলোক কুমার এ প্রসঙ্গে আরও জানিয়েছেন যে, দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের নানা স্থানে বসবাসকারী সমস্ত নাগরিকদের কাছে থেকে অর্থ সংগ্রহ করা হবে। সে অর্থে নির্মিত হবে রাম মন্দির। অর্থ সংগ্রহের মাধ্যমে অযোধ্যার রাম মন্দির নির্মাণ কার্যে সকলকে যুক্ত হবার সুযোগ দেবেন তাঁরা। সকলের অর্থে নির্মিত হবে এই মন্দির। আজ থেকে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ও বিশ্ব হিন্দু পরিষদ একযোগে রাম মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহ অভিযান শুরু করেছে। দেশজুড়ে বাড়ি বাড়ি গিয়ে তাঁরা ১০ টাকা, ১০০ টাকা, ১০০০ টাকা মূল্যের কুপন মন্দির নির্মাণে সাহায্যকারী ব্যক্তিদের হাতে তুলে দেবেন। এই কুপনে থাকবে অযোধ্যার নির্মীয়মান রাম মন্দিরের ছবি, সেই সঙ্গে থাকবে ভগবান শ্রীরামচন্দ্রের ছবি। রাম মন্দির নির্মানে অর্থ সাহায্যের রাশিদ হিসেবে দেয়া হবে এই কুপন। রাষ্ট্রপতির হাত দিয়ে এর সূচনা হলো আজ সকালে। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ২০০০ টাকার বেশি অর্থসাহায্য যারা দেবেন, তাদের জন্য বিশেষ ধরনের রশিদের ব্যবস্থা করা হয়েছে। এই রশিদের মাধ্যমে তাঁরা আয়কর ছাড় পাবেন বলে জানানো হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে। প্রসঙ্গত, গত ৫ ই আগস্ট ভূমি পূজার মাধ্যমে রাম মন্দির নির্মাণ কাজের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার শুরু হলো রাম মন্দির নির্মাণের অর্থ সংগ্রহের কাজ। আপনার মতামত জানান -