এখন পড়ছেন
হোম > জাতীয় > আর্থিক মন্দার কোপ এবার দুই রাষ্ট্রায়ত্ত সংস্থার ঘাড়ে, জেনে নিন বিস্তারিত

আর্থিক মন্দার কোপ এবার দুই রাষ্ট্রায়ত্ত সংস্থার ঘাড়ে, জেনে নিন বিস্তারিত


জি এস টিতে আশানুরূপ কর আদায় হয়নি। শিল্প উৎপাদন তলানীতে। বিভিন্ন ক্ষেত্রে দেশ আর্থিক মন্দায় ধুঁকছে। কোষাগারের অবস্থা একেবারেই সঙ্গীন। ফলে এবার দুই ঋণ জর্জরিত রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ার ইন্ডিয়া ও ভারত পেট্রোলিয়াম বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। আগামী বছরের মার্চের মধ্যেই এই দুই সংস্থা বিক্রি করে দেওয়া হবে বলে শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংবাদ মাধ্যমে জানিয়েছেন। অবশ্য এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল বলে জানা গেছে। এবার যোগ করা হল ভারত পেট্রোলিয়ামকে।

58 হাজার কোটি টাকা ঋণ মাথায় নিয়ে বসে আছে এয়ার ইন্ডিয়া। গত অর্থবর্ষে এয়ার ইন্ডিয়ার লোকসান হয়েছে 4 হাজার 600 কোটি টাকা। সুতরাং কয়েক মাস ধরে প্রচন্ড টানাপোড়েন চলতে থাকা এই বিমানসংস্থাটিকে বিলগ্নীকরণ এর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে এই তালিকায় ভারতে পেট্রোলিয়াম যোগ হওয়াতে অনেকেই অবাক হয়েছেন।

এই প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘আমরা এই আশা নিয়েই এগোচ্ছি যে চলতি অর্থবর্ষে মধ্যেই বিষয়টি শেষ করতে পারব। বাস্তবও সেই দিকে ইঙ্গিত দিচ্ছে। আর এয়ার ইন্ডিয়ার জন্য বিনিয়োগকারীদের মধ্যে যথেষ্ট উৎসাহও আছে।’ সূত্রের খবর, এই দুটি রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করে এই অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার এক লক্ষ কোটি টাকা ঘরে তুলতে চায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন দাবি করেছেন, দেশে আর্থিক মন্দার অবস্থা থেকে বের হয়ে আসার জন্য সরকার সবরকম পদক্ষেপ গ্রহণ করছে। আর্থিক উন্নয়ন ধীরে হলেও, হচ্ছে। যেসব ক্ষেত্র আর্থিক মন্দার কারণে সমস্যায় পড়েছিল সেই কারণ গুলি চিহ্নিত করা হয়েছে এবং তারা ক্রমশ সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসছে। শিল্পপতিরা নতুন বিনিয়োগ আনতে শুরু করেছেন বলে জানিয়েছেন তিনি।

ভারত পেট্রোলিয়াম সম্পর্কে আর্থিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারতের একমুখী তেলের বাজারকে বহুজাতিক করার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন মোদি সরকার। এক্ষেত্রে সরকারের যুক্তি দীর্ঘদিন ধরে ঘরোয়া বাজারে তেল ব্যবসা শুধুমাত্র রাষ্ট্রায়ত্ত সংস্থার হাতে থাকার ফলে প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়নি। ভারতের বাজারে বিদেশী সংস্থা ঢুকলে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে বলে জানা গেছে। যার ফলে লাভ হবে বলে সরকারের যুক্তি। ভারত পেট্রোলিয়ামকে বেসরকারিকরণের পদক্ষেপ হিসাবে গত অক্টোবর মাসে বিপিসিএলের 53.3 শতাংশ শেয়ার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে অর্থনৈতিক মহল সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী জানা গেছে, বাস্তবে এয়ার ইন্ডিয়া কিনতে কোন সংস্থাই আগ্রহ প্রকাশ করেনি। অন্যদিকে ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেডের সরকারি সব শেয়ার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে এই কোম্পানিটির বাজার মূলধন প্রায় এক লাখ কুড়ি হাজার কোটি টাকা‌। তবে আর্থিক মন্দার কারণে এই মুহূর্তে ভারতবর্ষ থেকে এয়ার ইন্ডিয়া বা ভারত পেট্রোলিয়াম কেনার ব্যাপারে কেউ এগিয়ে আসবেন কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞগণ আপাতত সমগ্র পরিস্থিতির ওপর নজর রাখবেন তাঁরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!