এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজীব গান্ধীর মতোই ‘ঐতিহাসিক ভুলের’ পথে রাহুল গান্ধী? অরুন জেটলির বিস্ফোরক অভিযোগ

রাজীব গান্ধীর মতোই ‘ঐতিহাসিক ভুলের’ পথে রাহুল গান্ধী? অরুন জেটলির বিস্ফোরক অভিযোগ

বহু বিতর্কিত তিন তালাক ইস্যুতে ফের বিজেপির আক্রমণের নিশানায় কংগ্রেস। এদিন বেরিলির জনৈক মহিলার ‘নিকাহ হালালা’-র মতো ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে কংগ্রেস তথা গান্ধী পরিবারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি। রাহুল-সোনিয়া গান্ধীদের কটাক্ষ করে বলেন, ‘রাজনীতির সুযোগসন্ধানীদের শুধুমাত্র লক্ষ্য থাকে পরের দিনের খবরের শিরোনাম। আর আগামী শতকের দিকে নজর থাকে দেশ গঠনকারীদের’। আর এই বিষয়ে রাহুল গান্ধী বাবা রাজীব গান্ধীর মতোই ‘ঐতিহাসিক ভুল’ করছেন বলে জানালেন জেটলি। লোকসভা ভোটের মুখে কেন্দ্রীয় মন্ত্রীর এ ধরণের মন্তব্যের জেরে স্বাভাবিকভাবেই রাজনৈতিকমহলে গুঞ্জন শুরু হয়েছে।

প্রসঙ্গত, দিন দুয়েক আগেই সংখ্যালঘুদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় কংগ্রেস সুপ্রিমো এবং তাঁর অনুগামীরা এই মর্মে প্রতিশ্রুতি দেন যে ২০১৯ এ কংগ্রেস ক্ষমতায় এলে তিল তালাক বিল বাতিল করা হবে। এর পাল্টা দিতেই পরের দিনই বেরিলিতে এক মহিলার ‘নিকাহ হালালা’র অসংবেদনশীল ঘটনারর কথা তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী। ফেসবুকে পোস্ট করেন, ‘অত্যন্ত দুঃখের বিষয় যে এক সকালের কাগজে সেদিনের ঘটনার খবর পড়ে আম জনতার হৃদয় বিদীর্ন হয়েছিল। অথচ, তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ গণ্য করা তথা সংসদে ঝুলে থাকা সেই বিলকে রাহুল গান্ধী ও তাঁর সঙ্গীরা সংখ্যালঘু সম্মেলনে বাতিলের প্রতিশ্রুতি দিচ্ছেন’।

কংগ্রেস সভাপতিকে উদ্দেশ্য করে জেটলির প্রশ্ন, ‘বেরিলির ওই নিকাহ-হালালা আপনার বিবেককে কি নাড়া দেয়নি?’ এরপরই কেন্দ্রীয় মন্ত্রী উক্ত বিষয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর করা ‘ভুলের’ কথা তুলে ধরেন। বলেন, সুপ্রিম কোর্ট যেখানে আইন করে মুসলিম মহিলাদের ভরণপোষণ নিশ্চিত করে দিয়েছিল, সেখানে আইনি লড়াইয়ের পথে হেঁটে শাহবানু রায়কে বরখাস্ত করে ‘ঐতিহাসিক ভুল’ করেছিলেন রাজীব গান্ধী। এর ফলে মাথায় হাত পড়েছিল স্বামী পরিত্যক্ত মুসলিম মহিলাদের। তিন দশক পর সেই একই ভুলের পথে হাঁটছেন তাঁর ছেলে রাহুল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

লোকসভা ভোটের মুখে কেন্দ্রীয় মন্ত্রীর কংগ্রেস সম্পর্কে এই ধরণের পোস্ট নয়া বিতর্কের জন্ম দিল। স্বাভাবিকভাবেই জেটলির এই পোস্টকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। প্রসঙ্গত, সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বেরিলির ওই মুসলিম মহিলাকে তাঁর স্বামী ২ বার তালাক দিয়েছিল। ইসলামিক আইন অনুযায়ী তাঁকে নিকাহ-হালালার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। প্রথমবার নিজের শ্বশুরের সঙ্গে, আর দ্বিতীয়বার দেওরের সঙ্গে। এই প্রেক্ষিতেই রাহুল গান্ধী যে মন্তব্য করেছিলেন তার তীব্র সমালোচনা করেন অর্থমন্ত্রী।

জেটলির বক্তব্য, তিন তালাক নিয়ে রাহুলের চিন্তাভাবনা সেই সমস্ত স্বামী পরিত্যাক্ত মহিলাকে শুধু নিঃসঙ্গতার মধ্যে ছুঁড়ে ফেলছে শুধু তাই নয়, ওই সমস্ত মহিলাদের জীবনে বেঁচে থাকাটাই মানবজীবনের পরিপন্থি হয়ে উঠবে। মহিলাদের এই পাশবিক জীবনযাত্রা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। জেটলির মতে ,লোকসভা ভোট অবশ্যই গুরুত্বপূর্ণ। তাই বলে ঘৃণ্য রাজনীতি কোনোভাবেই গ্রহণীয় নয়। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দিয়ে কিছু সুযোগসন্ধানীর দল কেবল খবরের কাগজের শিরোনামে থাকাটাকেই প্রধান বলে ধরে নিয়েছে। এঁদের মাধ্যমে দেশের উন্নতি কখনোই সম্ভব নয় বলে কংগ্রেসকে তোপ দাগেন মন্ত্রী। পাশাপাশি মোদী সরকারের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, দেশগঠনকারীদের লক্ষ্য থাকে আগামী শতক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!