এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > আসনরফার আগেই দেওয়াল লিখন শুরু! ইগোর জটে আটকে যাওয়ার মুখে কং-বামের সাধের জোট প্রক্রিয়া?

আসনরফার আগেই দেওয়াল লিখন শুরু! ইগোর জটে আটকে যাওয়ার মুখে কং-বামের সাধের জোট প্রক্রিয়া?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল বিজেপি ছাড়াও একুশের বিধানসভা নির্বাচনে চ্যালেঞ্জের মুখোমুখি বাম কংগ্রেস জোট। একলা লড়াইয়ে পিছিয়ে থেকে এবার বাম ও কংগ্রেস শিবির জোট বেঁধে লড়াইয়ে নেমেছে। তবে এই জোট 2016 বিধানসভা নির্বাচনেও দেখা গিয়েছে। একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে বাম কংগ্রেস জোট করলেও এখনো পর্যন্ত আসন ভাগাভাগি নিয়ে চলছে তাঁদের মধ্যে দর কষাকষি। কিন্তু তার মধ্যেই এবার বামেরা দেওয়াল দখল করছে ধীরে ধীরে। নির্বাচনের তারিখ এবং আসন ভাগাভাগির কোনটাই এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি। কিন্তু তার আগেই ডোমকলে বাম প্রতীক এঁকে দেওয়াল লিখন শুরু করল সিপিএম।

সূত্রের খবর, ডোমকলের 9 নম্বর ওয়ার্ড বা জনকল্যাণ ময়দান এলাকাসহ বিভিন্ন প্রান্তে বাম প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে দেওয়াল লিখন শুরু হয়েছে সম্প্রতি। এই নিয়ে কিন্তু জোরদার চর্চা চলছে রাজনৈতিক মহলে। পাশাপাশি রবিবার কংগ্রেস নেতা অধীর চৌধুরী ডোমকলে সভা করে গেছেন। এই জনসভায় ভিড় হয়েছিল চোখে পড়ার মতো। তবে মুর্শিদাবাদে কিন্তু জোট নিয়ে ক্রমশ জল্পনা গাড় হচ্ছে। শেষ পর্যন্ত জেলায় জোট হবে কিনা তা নিয়ে বিভিন্ন মতামত সামনে আসছে। কংগ্রেস নেতা অধীর চৌধুরী দেওয়াল লিখন প্রসঙ্গে জানিয়েছেন, সিপিএম আগে এই আসনে জিতেছিল। তাই হয়তো তাঁরা দেওয়াল লিখেছে। কিন্তু এখনও আসন রফা হয়নি।

পাশাপাশি সিপিএম নেতা মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, 1962 সাল থেকেই তাঁরা এই কেন্দ্রে জিতে আসছেন তাই এবারও এই কেন্দ্রে বাম প্রার্থী দেবে। অন্যদিকে বাম কংগ্রেস জোট নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করেছেন তৃণমূল নেতা চাঁদ মহম্মদ। বিস্ময় প্রকাশ করে কটাক্ষ করে বলেন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কংগ্রেস কর্মীরা খুনি সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছে। অন্যদিকে সিপিএম সূত্রে জানা গিয়েছে, গত বিধানসভা কেন্দ্রে তাঁরা যেখানে প্রার্থী দিয়েছিল, এবারেও সেখান থেকেই তাঁরা লড়বে। বিশেষজ্ঞরা মনে করছেন, দেওয়াল লিখনের মাধ্যমে বামেরা ইতিমধ্যেই বার্তা দিতে চাইল, কোনমতেই তাঁরা কংগ্রেসের সব শর্ত মেনে নিতে রাজি নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি শোনা যাচ্ছে, ডোমকলের পাশাপাশি জলঙ্গিতেও  কিছুদিনের মধ্যেই বামেরা দেওয়াল লিখন শুরু করে দেবে। ভগবানগোলা, জঙ্গিপুর বা নবগ্রামেও শুরু হবে দেওয়াল লিখন। 27 জানুয়ারি বামেদের বহরমপুরে শুরু হচ্ছে বড়সড় কর্মসূচি। পাশাপাশি কংগ্রেসও পিছিয়ে নেই। প্রতিটি বিধানসভা কেন্দ্র ধরে লাগাতার কর্মসূচি চলছে তাঁদের। অধীর চৌধুরী মুর্শিদাবাদ জেলা থেকে এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন। মুর্শিদাবাদ জেলার বাসিন্দারা জানিয়েছেন, জেলার 22 টি বিধানসভা কেন্দ্রের বেশিরভাগ জায়গাতেই লড়াই হবে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের। কারণ, গত নির্বাচন থেকে এবারের নির্বাচনে জেলায় বামেদের একটা বড় অংশ তৃণমূলে যোগ দিয়েছে।

এমনকি দুই বাম বিধায়ক তৃণমূলের ঝাণ্ডা ধরেছেন। কংগ্রেস নেতাদের কয়েকজন অবশ্য শাসকদলের গেলেও অধীর চৌধুরী লাগাতার কর্মসূচি চালিয়ে হারানো জমি পুনরুদ্ধারে নেমেছেন। আবার জেলার নবগ্রাম, বড়ঞা, ফারাক্কা, বহরমপুর, মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে বিজেপি যথেষ্ট শক্তি বাড়িয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, জোট নাহলে কিন্তু বড় ধাক্কা খাবে সিপিএম। সবমিলিয়ে রাজ্যজুড়ে বাম-কংগ্রেস জোট যে যথেষ্ট প্রশ্নের সম্মুখীন হচ্ছে, তা পরিষ্কার। ইতিমধ্যেই আসন রফা নিয়ে ইতিমধ্যেই চাপা উত্তেজনা রয়েছে দু দলের মধ্যেই। তারই মধ্যে দেওয়াল লিখন শুরু হওয়ায় কংগ্রেস ও বামেদের মধ্যে যে চাপা উত্তেজনার পারদ যে আরও চড়ল, সে কথা বলাইবাহুল্য।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!