এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > আসন্ন দুর্বিপাকে একাধিক জেলাকে সতর্ক করল আবহাওয়া দপ্তর

আসন্ন দুর্বিপাকে একাধিক জেলাকে সতর্ক করল আবহাওয়া দপ্তর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উড়িষ্যা ও বাংলার উপকূলের দিকে বিপুল গতিতে দানবের মতো এগিয়ে আসছে ঘূর্ণিঝড় যশ। এখন দিঘা থেকে প্রায় ৪২০ কিলোমিটার দূরে রয়েছে যশ। যা ক্রমশ নিজের শক্তি বাড়াচ্ছে। আগামীকাল ভোরে সর্বাধিক ১৮৫ কিলোমিটার গতিতে বালেশ্বরের কাছাকাছি এলাকায় আছড়ে পড়বে যশ। বালেশ্বর থেকে দীঘার দূরত্ব ১০০ কিলোমিটার ও কলকাতার দূরত্ব ২০০ কিলোমিটার। এই পরিস্থিতিতে একাধিক জেলাকে সতর্ক করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।

আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হলো, আগামীকাল পূর্ব মেদিনীপুরে ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এমনকি ১৪৫ কিলোমিটার বেগেও আছড়ে পড়তে পারে যশ। কলকাতায় ৭০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড় বইবে। দুই ২৪ পরগনার ঝড় বইবে ৯০ থেকে ১১০ কিলোমিটার বেগে। ঝড়ের সঙ্গে সঙ্গে আগামীকাল প্রবল বর্ষণ দেখা দেবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদহ, দার্জিলিং জেলাতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের একধিক জেলাতে মাঝারি বৃষ্টি ও ঝড়ো হাওয়া দেখা দেবে আগামীকাল। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত ঝড়ের গতিপথ বদলায়নি। বালেশ্বর- পারাদ্বীপের মধ্যবর্তী এলাকায় সর্বশক্তিতে ঝড় বয়ে যাবে। ঝড়ের আশঙ্কায় দীঘায় সেনা নামানো হয়েছে। ৭০ জন সেনা এখনো পর্যন্ত দীঘায় এসে পৌঁছেছেন।

এছাড়া, দীঘায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত ১০ টি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে রাজ্যজুড়ে মোতায়েন করা হচ্ছে। নৌ বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। ডুবুরি ও বন্যা ত্রাণের দলকেও প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে তাদের উদ্ধারকার্যে নামানো হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!