এখন পড়ছেন
হোম > জাতীয় > আশঙ্কাজনক ভাবে বাড়ছে করোনার সংক্রমণ, ছুঁতে চলেছে লক্ষের গণ্ডি

আশঙ্কাজনক ভাবে বাড়ছে করোনার সংক্রমণ, ছুঁতে চলেছে লক্ষের গণ্ডি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে আশঙ্কাজনক ভাবে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশের মোট করোনা সংক্রমণ ৯৩ হাজারের গণ্ডি অতিক্রম করে গেল। সেই সঙ্গে ৫০০ জনেরও বেশি মানুষের গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে। চলতি বছরে দৈনিক করোনা সংক্রমনের যা একটি রেকর্ড বলা চলে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্যানুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ২৪৯ জন। চলতি বছরে দৈনিক করোনা আক্রান্তের যা একটি রেকর্ড। অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে দেশের মোট ৫১৩ জন মানুষের। সেই সঙ্গে কমে আসছে দৈনিক সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন মোট ৬০ হাজার ৪৮ জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৪৪৭ জন। শুধু মুম্বাইতেই করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজারের বেশি মানুষ। মহারাষ্ট্রে নাইট কারফিউ জারি করা হয়েছে। প্রয়োজনে লকডাউন জারির ব্যাপারে চিন্তাভাবনা করছে মহারাষ্ট্র সরকার।

মহারাষ্ট্রের সঙ্গে সঙ্গেই উদ্বেগ বাড়ছে কেরালা, কর্ণাটক, অন্ধপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লিকে নিয়ে। সেইসঙ্গে পশ্চিমবঙ্গেও বাড়ছে ক্রমশ করোনার সংক্রমণ। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ১৭৩৬ জন। করোনা সংক্রামিত রাজ্যগুলির মধ্যে অষ্টম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।

করোনা সংক্রমণ মোকাবিলায় সম্প্রতি সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের বৈঠক হয়েছে। যে বৈঠকে করোনা পরীক্ষা বৃদ্ধি, সংক্রমনের উৎস দ্রুত খুঁজে বের করা, সংক্রমিতদের সংস্পর্শে যারা এসেছে, তাদের খুঁজে বের করা, আইসোলেশন করা, করোনা বিধি মেনে চলার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়াও করোনার ভ্যাকসিনেশন বৃদ্ধি করার ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!