এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আশঙ্কা তীব্র করে এবার করোনা আক্রান্ত হেভিওয়েট তৃণমূল নেত্রী

আশঙ্কা তীব্র করে এবার করোনা আক্রান্ত হেভিওয়েট তৃণমূল নেত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার দ্বিতীয় ঢেউ সুনামির মতো একেবারে তছনছ করে দিচ্ছে দেশকে। প্রতিদিন ২ লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হতে শুরু করেছেন। গত ৫ দিনে ১২ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। রাজনৈতিক মহলে করোনার হানা অত্যন্ত তীব্র। রাজনৈতিক কারণে বিভিন্ন স্থানে বারবার যেতে হয় রাজনৈতিক ব্যক্তিত্বদের। যার ফলে সহজেই করোনার শিকার হন তাঁরা। আর এই পরিস্থিতিতে এবার করোনা আক্রান্ত হলেন তৃণমূল নেত্রী মমতা বালা ঠাকুর।

দুদিন আগে গাইঘাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে যাবার আগে নিজের করোনা পরীক্ষা করিয়ে ছিলেন তিনি। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। এরপর বনগাঁ হাসপাতালে গিয়ে তিনি আবার করোনা পরীক্ষা করিরেছিলেন। করোনা রিপোর্ট এবারেও পজিটিভ আসার পর দেরি না করে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হলেন মমতা বালা ঠাকুর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এখন তাঁর আর জ্বর নেই। তবে, কাশি রয়েছে তাঁর। প্রসঙ্গত, বনগাঁর তৃণমূল সাংসদ ছিলেন মমতা বালা ঠাকুর। যদিও ২০১৯ এর নির্বাচনে বনগাঁর সাংসদ হয়েছেন শান্তনু ঠাকুর। তবে এখনও মতুয়াদের মধ্যে যথেষ্ট প্রভাব রয়েছে মমতা বালা ঠাকুরের। কারণ মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তিনি।

এ কারণে তাঁর প্রভাবকে কাজে লাগিয়ে ফের মতুয়া অধ্যুষিত অঞ্চলে বাজিমাত করতে চায় তৃণমূল। মতুয়া অধ্যুষিত জেলাগুলিতে তৃণমূলের হয়ে প্রচার করেছেন তিনি। কিছুদিন আগে বর্ধমানের চারটি কেন্দ্রে নির্বাচনের প্রচার কাজে অংশগ্রহণ করেন মমতা বালা ঠাকুর। তবে, করোনা সংক্রমিত হওয়ার পর নির্বাচনী প্রচারে ছেদ পড়েছে তাঁর।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!