এখন পড়ছেন
হোম > জাতীয় > আশঙ্কা তীব্র করে এবার তিন লক্ষের কাছাকাছি দৈনিক করোনা সংক্রমণ

আশঙ্কা তীব্র করে এবার তিন লক্ষের কাছাকাছি দৈনিক করোনা সংক্রমণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকেই দেশ জুড়ে তীব্র গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। কিছুদিন ধরেই দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষের গণ্ডি অতিক্রম করেছে। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন প্রায় ২ লক্ষ চুয়াত্তর হাজার মানুষ। অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে দেশজুড়ে ১৬০০ জনেরও বেশি মানুষের। এই বিপুল সংক্রমণ এযাবৎকালে কোনদিন ঘটেনি। কপালে চিন্তার ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ৮১০ জন। এই ভয়াবহ সংক্রমণ এযাবৎকালে কোনদিন ঘটেনি। অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে দেশের ১৬১৯ জনের। যা চলতি বছরের রেকর্ড। এর ফলে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১ লক্ষ ৭৮ হাজার ৭৬৯ জনে গিয়ে পৌঁছলো। সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৯ লক্ষ ২৯ হাজার ৩২৯ জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দেশে যে হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সে তুলনায় দৈনিক করোনা মুক্তর সংখ্যা অনেকটাই নিম্নগামী। গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হলেন ১ লক্ষ ৪৪ হাজার ১৭৮ জন। এখনো পর্যন্ত দেশে করোনা মুক্ত হয়েছেন ১ কোটি ২৯ লক্ষ ৩২৯ জন। দেশ জুড়ে ভয়াবহ করোনা পরিস্থিতি কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে বিশেষজ্ঞদের। জানা যাচ্ছে, আজ এইমসের চিকিৎসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

করোনা মোকাবিলায় চিকিৎসকেরা কতটা প্রস্তুত? সে বিষয়ে যেমন আলোচনা চলবে, তেমনি করোনা সংক্রমণ রুখতে কি কি ব্যবস্থা আবশ্যিক? সে বিষয়েও আলোচনা চলবে। এদিকে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৮ হাজারের কাছাকাছি চলে গেছে। কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজারের বেশি মানুষ। এর ফলে কলকাতাসহ রাজ্যজুড়ে হাসপাতালে বেডের অভাব শুরু হয়েছে।

সরকারি-বেসরকারি হাসপাতাল, নার্সিং হোমের বেডগুলি ভর্তি হয়ে এসেছে। পরিস্থিতি সামাল দিতে টাস্কফোর্স গঠন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অন্যদিকে, গত ২৪ ঘন্টায় দিল্লিতে ২৫ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। দিল্লিতে প্রতি ঘন্টায় এক হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হতে শুরু করেছেন। দিল্লির উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে আজ বৈঠকে বসতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!