এখন পড়ছেন
হোম > জাতীয় > বাবুল সুপ্রিয় রোজ আসানসোলে এসে দাঙ্গা বাধানোর চেষ্টা করেন – বাবুলকে তীব্র আক্রমণ মমতার

বাবুল সুপ্রিয় রোজ আসানসোলে এসে দাঙ্গা বাধানোর চেষ্টা করেন – বাবুলকে তীব্র আক্রমণ মমতার


গত 2014 সালের লোকসভা নির্বাচনে রাজ্যের বেশিরভাগ লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস দখল করলেও আসানসোল এবং দার্জিলিং – এই দুটি লোকসভা কেন্দ্র বিজেপির দখলে চলে গিয়েছিল। যেখানে আসানসোল থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।

কিন্তু এবার 2019 সালের লোকসভা নির্বাচনে রাজ্যের অন্যান্য কেন্দ্রের সঙ্গেও আসানসোল কেন্দ্রটি নিজেদের দখলে আনতে সেখানে বাড়তি নজর দিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে বিজেপির বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে বিশিষ্ট অভিনেত্রী প্রয়াত সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেনকে। ইতিমধ্যেই বিজেপির কাছ থেকে এই কেন্দ্রটি নিজেদের দখলে আনতে জোর প্রচারও চালাচ্ছে তৃণমূল।

প্রসঙ্গত, এই মুনমুন সেনকে গত 2014 র লোকসভা নির্বাচনে বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকুড়ায় তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছিল। যেখানে নয় বারের বাম সাংসদ বাসুদেব আচারিয়াকে পরাজিত করে মুনমুন সেনকে এখানকার সাংসদ করে তাঁর কাজ হাসিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, এহেন মুনমুন দেবীকে এবার সেই বাঁকুড়া কেন্দ্র থেকে নিয়ে এসে আসানসোলে দাঁড় করানোর পেছনে অন্য কারণ রয়েছে। কেননা এই আসানসোল গতবার তৃণমূল দখল করতে পারেনি। তাই গীতিকার বাবুল সুপ্রিয়কে বিজেপি দাঁড় করালে তার বিরুদ্ধে মুনমুনই একমাত্র জয় আনতে পারে – এই ধারণা মাথায় রেখেই সেখানে সুচিত্রা কন্যাকে দাঁড় করিয়েছেন তৃণমূল নেত্রী বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন রানিগঞ্জ ও আসানসোলে সেই আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুনমুন সেনের হয়ে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।যেখানে তিনি বলেন, “মুনমুন খুব ভালো মহিলা। বাবুল সুপ্রিয় রোজা এখানে এসে দাঙ্গা বাধানোর চেষ্টা করে। মুনমুন দাঙ্গা করবে না। মুনমুনকে যদি আপনারা ভালোবাসেন, তাহলে সকলে তৃণমূলে ভোট দিয়ে এবার বাবুলকে এখানে হারিয়ে দিন।”

অন্যদিকে সম্প্রতি বাবুল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়কে “কুত্তা” এবং “বিল্লি” বলে আক্রমণ করেছেন – এই অভিযোগ তুলে এদিন তৃণমূল নেত্রী বলেন, “ওর প্রচন্ড ঔদ্ধত্য। মুখের ভাষা খুব খারাপ। এবার ওকে হারাতেই হবে।” সব মিলিয়ে এবার আসানসোল এসে বিজেপির বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে একরাশ অভিযোগ করে দলীয় প্রার্থী মুনমুন সেনকে জেতানোর জন্য আবেদন জানালেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!