এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > আসানসোল ও মালদহে, একরাতে জোড়া আক্রমণ দুই হেভিওয়েট বিজেপি নেতার উপরে, অভিযুক্ত তৃণমূল

আসানসোল ও মালদহে, একরাতে জোড়া আক্রমণ দুই হেভিওয়েট বিজেপি নেতার উপরে, অভিযুক্ত তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল আসানসোল ও মালদহে জোড়া আক্রমণ দুই বিজেপি নেতাকে লক্ষ্য করে। গতকাল আসানসোলে বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের গাড়িকে লক্ষ্য করে ছোড়া হলো গুলি। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হীরাপুর থানার অন্তর্গত ডলি লজ এলাকায় এই ঘটনাটি ঘটেছে। গতকাল রাতে বাড়ি ফিরে যখন তিনি গাড়ী থেকে নামছেন, তখন আচমকা তাঁকে লক্ষ্য করে চললো গুলি। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।

অন্যদিকে, মালদহ জেলার সামসিতে বিজেপির মন্ডল সভাপতি সাবেক আলিকে লক্ষ্য করে চললো গুলি। এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছেন বিজেপির মন্ডল সভাপতি। তাঁকে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। দুটি ঘটনাতেই বিজেপি অভিযুক্ত করেছে রাজ্যের শাসক দল তৃণমূলকে। তবে, তৃণমূলের পক্ষ থেকে এখনো কোন প্রতিক্রিয়া মেলেনি।

গতকাল রাতে আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত ডলি লজ এলাকায় বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়কে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। গাড়ি থেকে তাঁর নামার মুহূর্তে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে একাধিক দুষ্কৃতী। গতকাল রাত সাড়ে ১১ টা নাগাদ দলীয় কর্মসূচি শেষ করে তিনি বাড়ি ফিরছিলেন যখন, তখন তাঁর বাড়ির সামনেই এমন ঘটনা ঘটেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জানিয়েছেন যে, তাঁর গাড়ি বাড়ির বাইরে রেখে যখন গাড়ির দরজা খুলছিলেন গাড়ির চালক, এ সময় হঠাৎ সেখানে উপস্থিত হয় ২,৩ জন দুষ্কৃতী। বাইকে করে ২,৩ জন দুষ্কৃতী এসে গুলি চালাতে শুরু করে। গাড়ির ভেতরে লুকিয়ে কোন রকমে বেঁচে গেছেন তিনি। তিনি অভিযোগ করেছেন গাড়ির দরজা খোলারও চেষ্টা করেছিল দুষ্কৃতীরা।

গুলির বিকট শব্দে ও বিজেপি নেতার চিৎকারে শেষ পর্যন্ত স্থানীয় মানুষ জমা হতে শুরু করে। স্থানীয় মানুষদের দেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় অভিযোগ করেছেন যে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই গতকাল এই ঘটনা ঘটিয়েছে। তবে অভিযুক্তদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এই ঘটনা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, শিল্পাঞ্চলে চলছে মাফিয়া রাজ। আসানসোলে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে এসেছেন। এ কারণে শক্তিক্ষয় ঘটেছে তৃণমূলের। তাই, তাঁর ওপর আক্রমণ করে ভয় দেখানোর চেষ্টা করছে তৃণমূল।

অন্যদিকে, গতকাল রাতে মালদহ জেলার সামসিতে বিজেপির মন্ডল সভাপতি সাবেক আলিকে লক্ষ্য করে ছোড়া হল গুলি। গুলি লেগে আহত হয়েছেন তিনি। তাঁর হাতে গুলি লেগেছে। গতকাল মালদহ জেলার রতুয়া থেকে দলের বৈঠক শেষ করে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১০ টার সময় তাঁর ওপরে আক্রমণ চালায় একাধিক দুষ্কৃতী। তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।

আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এই ঘটনার জন্য বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এমন ঘটনা ঘটিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!