এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > নব্য তৃণমূলীদের হাতে আক্রান্ত আদি তৃণমূল কাউন্সিলর, আসানসোলে অস্বস্তিতে শাসকদল

নব্য তৃণমূলীদের হাতে আক্রান্ত আদি তৃণমূল কাউন্সিলর, আসানসোলে অস্বস্তিতে শাসকদল

গোষ্ঠী দ্বন্দ্বের জেরে নেতার অফিসে ভাঙচুর চালালো কাউন্সিলার। ঘটনাটি আসানসোল পৌরনিগমের ১০৫ নম্বর ওয়ার্ডের। আক্রান্তদের অভিযোগ সরস্বতী ঠাকুর নিরঞ্জনে গেছিলেন তৃণমুল কাউন্সিলার অভিজিৎ আচার্য ও তাঁর অনুগামীরা। নিরঞ্জন শেষে ফেরার পথে সবাই‌ মিলে স্থানীয় নেতা তথা প্রাক্তন কাউন্সিলার অঞ্জন মণ্ডলের অফিসে চড়াও হয়ে ভাঙচুর চালায়। অফিসে যে কর্মী ছিল তাঁদের সাথে সংঘর্ষ বেঁধে যায়। ঘটনায় আহত হন বেশ কিছু কর্মী।পরে কুলটি থানার সাঁকতোড়িয়া ফাঁড়ি থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। প্রসঙ্গত, অভিজিৎবাবু কিছু দিন আগেই মেয়র জিতেন্দ্র তিওয়ারির হাত ধরে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এই ঘটনা সামনে আসতেই আসানসোলে নতুন করে আদি বনাম নব্য তৃণমূলীদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়ে গেল বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।

আক্রান্ত অঞ্জনবাবুর কথায়, এলাকায় অনৈতিক কাজকর্ম করছে অভিজিৎ আচার্ষ। বালি পাচার, কয়লা পাচার ও‌ বেআইনি লটারি চালানোর সঙ্গে সে জড়িত। এর বিরোধীতা করায় অভিজিৎ ও তাঁর অনুগামীরা হামলা চালিয়েছে। অন্যদিকে এই ‌অভিযোগ উড়িয়ে দিয়ে অভিজিৎ আচার্যের পাল্টা অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের‌ মায়ের নামে গালিগালাজ করা হচ্ছিল অঞ্জনবাবুর অফিস থেকে, এরই প্রতিবাদ করি আমরা। তখনই তাঁর অনুগামীরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে, পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!