এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > আসানসোলের পুত্রহারা ইমামের হৃদয়ের বাণী রুখে দিল আরেকটি সাম্ভাব্য দাঙ্গা

আসানসোলের পুত্রহারা ইমামের হৃদয়ের বাণী রুখে দিল আরেকটি সাম্ভাব্য দাঙ্গা


রামনবমী উপলক্ষ্যে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ-আসানসোলে দুই বিরোধী পক্ষের হানাহানির ঘটনায় ফল কী হয়েছে তা প্রকাশিত না হলেও বহু সাধারণ মানুষ নানা ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। এইরকমই একটি ঘটনা ঘটেছে আসানসোলের রেলপার এলাকার একটি মসজিদের ইমাম ইবাব-উদ-দুল্লা সাহেবের পরিবারে। তাঁর ছেলে এবারের মাধ্যমিক পরীক্ষার্থী ছিলো। মঙ্গলবার রাতে যখন থেকে ঐ এলাকা উত্তেজিত হয়ে ওঠে সেই সময় থেকেই ইমাম সাহেবের পুত্র নিখোঁজ হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এরপর বহু জায়গায় খোঁজ খবর করলেও ইমাম সাহেবের পুত্রের খবর মেলেনি, মানসিক টানাপোড়েনের মধ্যে ২৪ ঘন্টা অতিক্রান্ত হয়। বুধবার রাতে ঐ ইমাম সাহেবের নিখোঁজ পুত্রের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করা হয়। পুত্র বিয়োগের ঘটনায় শোকগ্রস্ত ইমাম সাহেব এরপরেও কোনো বদলার দাঙ্গা বিদ্বেষ চাননা। তিনি একরকম অনুরোধের সুরেই এলাকার সাধারণ মানুষকে বললেন, দাঙ্গা বাধানো থেকে বিরত থাকুন। দাঙ্গায় কারও ভাল হয় না। দয়া করে দাঙ্গা বাধাবেন না। সমস্ত প্ররোচনা থেকে দূরে থাকুন। স্থানীয় সূত্রের খবর, ইমামের পুত্রের মৃত্যুর পর, যথেষ্ট উত্তেজনা ছড়ায় এলাকায়, পরিস্থিতি প্রায় হাতের বাইরে যাওয়ার উপক্রম হয়, কিন্তু তিনি যেভাবে পুত্রশোক বুকে চেপে মানবিকতার বাণী শোনান, তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তাঁর এই পদক্ষেপ অশান্ত আসানসোলকে শান্তির পথে নিয়ে এল আবার, বলে স্থানীয় মানুষ তাঁকে কুর্নিশ জানাচ্ছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!