ঘোষিত হল আসানসোল কেন্দ্রের ফল – দেখে নিন কি দাঁড়াল শেষ ফলাফল? কতটা মিলল এক্সিট পোলের সঙ্গে? বর্ধমান বিশেষ খবর ভোটের সমীক্ষা রাজ্য May 23, 2019 সকাল থেকে চলছে গণনা – অবশেষে ঘোষিত হল আসানসোল কেন্দ্রের ফল। দেখে নিন কি দাঁড়াল শেষ ফলাফল – ১. বাবুল সুপ্রিয় – বিজেপি – ৬,৩২,৭২৭ (৫১.১৪%) ২. মুনমুন সেন – তৃণমূল – ৪,৩৫,৫৮৪ (৩৫.২১%) ৩. গৌরাঙ্গ চট্টোপাধ্যায় – বামফ্রন্ট – ৮৭,৫৫৩ (৭.০৮%) ৪. বিশ্বরূপ মণ্ডল – কংগ্রেস – ২১,০১৯ (১.৭০%) ৫. অন্যান্য – ৩.৭০% ৬. নোটা – ১.১৭% বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের মুনমুন সেনকে ১,৯৭,১৭৯ ভোটে পরাজিত করলেন। ভোট শতাংশের পার্থক্য – ১৫.৯৩% আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - কি জানিয়েছিল প্রিয় বন্ধু মিডিয়ার করা এক্সিট পোল? বাবুল সুপ্রিয় – বিজেপি – ৪৫% মুনমুন সেন – তৃণমূল কংগ্রেস – ২৮% গৌরাঙ্গ চট্টোপাধ্যায় – বামফ্রন্ট – ২০% বিশ্বরূপ মণ্ডল – কংগ্রেস – ৩% অন্যান্য – ৩% নোটা – ১% বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে ১,৯০,০০০ – ২,১০,০০০ ভোটে পরাজিত করতে পারে। জয়-পরাজয়ের ভোট শতাংশের পার্থক্য – ১৭.০০% প্রিয় বন্ধু মিডিয়ার করা এক্সিট পোল দেখে নিন নীচের ভিডিওতে – আপনার মতামত জানান -