এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আসানসোলের প্রশাসক পদে নতুন মুখ আসতেই আবারও বিতর্ক শুরু, তৃণমূলের অন্দরে চলছে তীব্র জল্পনা

আসানসোলের প্রশাসক পদে নতুন মুখ আসতেই আবারও বিতর্ক শুরু, তৃণমূলের অন্দরে চলছে তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বহু বিতর্কিত আসানসোল পুরসভার পুর প্রশাসকের দায়িত্ব নিলেন নতুন পুর প্রশাসক তথা তৃণমূল নেতা অমরনাথ চট্টোপাধ্যায়। কিন্তু তারপরেই শুরু হয়েছে আর এক বিতর্ক। এই পদে এতদিন ছিলেন আর এক বিতর্কিত তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি। দীর্ঘ সময় পর জিতেন্দ্র তিওয়ারি হঠাৎ করেই শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে দলবিরোধী মন্তব্য করতে শুরু করেন এবং রাতারাতি দলত্যাগ করেন। স্বাভাবিকভাবেই গুঞ্জন ওঠে, তিনি গেরুয়া শিবিরে যেতে চলেছেন বলে হয়তো যেতেনও। কিন্তু গেরুয়া শিবিরের বেশ কিছু নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে পাল্টা মুখ খোলেন।

যথারীতি গেরুয়া শিবিরের বন্ধ দরজা থেকে ঘুরে জিতেন্দ্র তিওয়ারিকে মাথা নিচু করেই আবারও তৃণমূলে ফিরে আসতে হয়। এবং তৃণমূলের ফিরে আসলেও তিনি কিন্তু আর তাঁর হারানো পদ আর ফিরে পাননি। আর জিতেন্দ্র তিওয়ারির জায়গায় এবার দায়িত্ব দেওয়া হল অমরনাথ চট্টোপাধ্যায়কে। অমরনাথ চট্টোপাধ্যায় দায়িত্ব গ্রহণ করার প্রথম দিনেই জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে এবার বিরোধী মন্তব্য শোনা গেল দলের অন্দরেই। পাশাপাশি অমরনাথ চট্টোপাধ্যায় নতুন পুর প্রশাসক হিসেবে নিয়োগ হবার খবরে জনতার উচ্ছ্বাসের টের পাওয়া গেছে ইতিমধ্যেই। আতশবাজি পোড়ানো থেকে মিষ্টি মুখ করা সবকিছুই হয়েছে এদিন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি দলীয় সমর্থকদের অমরনাথ চট্টোপাধ্যায়কে ঘিরে চোখে পড়ার মতো ভিড় দেখা গেছে। পাশাপাশি অমরনাথ চট্টোপাধ্যায় এদিন জানিয়েছেন, তিনি যোগ্য ছিলেন বলেই দল তাঁকে দায়িত্ব দিয়েছেন। তবে মানুষ যেভাবে উচ্ছ্বাস দেখিয়েছে, তা এতদিন আবদ্ধ ছিল। কিন্তু এসবের মাঝেই বিদায়ী মেয়র পরিষদ অর্থাৎ বর্তমান বোর্ডের সদস্য মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, এতদিনে যোগ্য মানুষকে আসানসোলের পুর প্রশাসক পদে বসানো হয়েছে আর তারপরেই প্রশ্ন ওঠে তাহলে এতদিন ধরে আসানসোলের পুর প্রশাসকরূপে থাকা জিতেন্দ্র তিওয়ারি কি তাহলে অযোগ্য ছিলেন? যদিও এই উত্তর নিয়ে যে তৃণমূল শিবিরে কাটাছেঁড়া চলবে সে কথা বলাইবাহুল্য।

তবে জিতেন্দ্র তিওয়ারি নিজে এ ব্যাপারে যথেষ্ট সাবধানী প্রতিক্রিয়া দিয়েছেন। নতুন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়ের জন্য জিতেন্দ্র তিওয়ারী করেছেন ভূয়সী প্রশংসা। তিনি জানিয়েছেন, অমরনাথ চট্টোপাধ্যায় পাঁচ বছরের পুর চেয়ারম্যান ছিলেন এবং পাঁচ বছর ডেপুটি মেয়র ছিলেন। সেক্ষেত্রে দেখতে গেলে তিনি সত্যিই যোগ্য। বিশেষজ্ঞদের মতে, জিতেন্দ্র তিওয়ারিকে সরিয়ে দিয়ে যেভাবে তৃণমূল শিবির অমরনাথ চট্টোপাধ্যায়কে জায়গা দিলেন, তাতে স্পষ্ট হয়ে উঠেছে দলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা জিতেন্দ্র তিওয়ারিকে কড়া শাস্তির মুখোমুখি হতে হল। কিন্তু তার সাথে যোগ্যতা বিতর্ক ওঠায় এবার দেখার, ভোটের ভরা মরসুমে জিতেন্দ্র তিওয়ারি কি চুপ থাকেন নাকি আবারও তিনি বেসুরো কথা বলতে শুরু করেন!

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!