এখন পড়ছেন
হোম > জাতীয় > আশানুরূপ সাফল্য না মেলায়, এবার কি রাজ্য বিজেপির ওপর নিয়ন্ত্রণ কঠোর করতে চলেছে আরএসএস?

আশানুরূপ সাফল্য না মেলায়, এবার কি রাজ্য বিজেপির ওপর নিয়ন্ত্রণ কঠোর করতে চলেছে আরএসএস?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বঙ্গ জয়ের স্বপ্ন পূরণ করতে পারেনি বিজেপি। ২০০ টি আসনের লক্ষ্যমাত্রা রাখলেও ৭৭ টি আসন নিয়েই থেমে যেতে হয়েছে গেরুয়া শিবিরকে। এবার রাজ্য বিজেপির উপরে নিজেদের নিয়ন্ত্রণ শক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস। তাই সঙ্ঘ ঘনিষ্ঠ বিজেপি নেতাদের সামনের সারিতে এনে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সংগঠনকে একেবারে খোলনলচে বদলে দেওয়ার নির্দেশ এসেছে আরএসএসের পক্ষ থেকে। বিজেপি সূত্রের খবর বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ দলের শীর্ষ বিজেপি নেতাদের কাছে আরএসএস দপ্তর থেকে এই নির্দেশ দেয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফলাফল না আসা, পরবর্তীকালের লোকসভা নির্বাচন সমস্ত কিছুর কথা চিন্তা করে পশ্চিমবঙ্গ বিজেপির ওপর নিজেদের নিয়ন্ত্রণ কঠোর করতে চাইছে আরএসএস। তাই সঙ্ঘ ঘনিষ্ঠ বিজেপি নেতাদের সামনে রেখে দলকে ঢেলে সাজানোর চিন্তা ভাবনা করছে সঙ্ঘ। যাতে দলের শীর্ষ নেতৃত্বের সম্মতি আছে। মধ্যপ্রদেশের চিত্রকূটে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় প্রান্ত প্রচারক সভা অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত সহ সংগঠনের শীর্ষ নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই বৈঠকে রাজ্য বিজেপির ভবিষ্যৎ নিয়ে পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা আছে। রাজ্য বিজেপির ভবিষ্যৎ নির্ধারণ করার সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তর প্রদেশ নিয়েও আলোচনার সম্ভাবনা আছে। তবে, এ প্রসঙ্গে দক্ষিণবঙ্গের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক বিপ্লব রায় জানিয়েছেন যে, এই বৈঠক হলো সংঘের বার্ষিক কর্মসূচি। এখানে সামাজিক বিষয় ও সংগঠন নিয়ে আলোচনা চলবে। স্বয়ংসেবকরা কিভাবে মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারবেন? সে বিষয়ে পরামর্শ দেয়া হবে। রাজনৈতিক কোন বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা করা হবে না।

তবে, রাজ্যের আরএসএস ঘনিষ্ঠ বিজেপির জনৈক শীর্ষ নেতা এ প্রসঙ্গে জানিয়েছেন যে, বৈঠকের শেষদিনে মুক্ত চিন্তানে অনেকটাই বাংলার নির্বাচন, ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হবে। ভোটের ফল প্রকাশের পর পরাজয়ের ময়না তদন্তর কাজ ইতিমধ্যেই শেষ করে ফেলেছে কেশব ভবন। তার রিপোর্ট নাগপুরে সঙ্ঘের সর্বোচ্চ নেতৃত্তের কাছে তুলে ধরা হয়েছে। যা নিয়ে হতে পারে পর্যালোচনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!