এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > আসছে বিধানসভা, পুজো কমিটিগুলোর পোয়াবারো! মমতার ৫০ হাজারের পর পুরসভার তরফে আরও ১০ হাজার!

আসছে বিধানসভা, পুজো কমিটিগুলোর পোয়াবারো! মমতার ৫০ হাজারের পর পুরসভার তরফে আরও ১০ হাজার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতির মধ্যে অর্থনৈতিক অবস্থা খুব একটা ভাল না হলেও, প্রতিটি পুজো কমিটিকে 50 হাজার টাকা করে অনুদানের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। যার ফলে দূর্মূল্যের দিনে রাজ্যের পক্ষ থেকে এই আর্থিক সহযোগিতা পাওয়ায় খুশি পুজো কমিটিগুলো।

তবে রাজ্য সরকারের পক্ষ থেকে 50 হাজার টাকা করে যেমন অনুদান দেওয়া হচ্ছে, ঠিক তেমনই কালিয়াগঞ্জ শহরের 56 টি পুজো কমিটিকে এবার 10 হাজার টাকা করে অনুদান দেবে পৌরসভা। যার ফলে সেখানকার পুজো কমিটিগুলোর মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান পাওয়ার পাশাপাশি যেভাবে পৌরসভার পক্ষ থেকে কালিয়াগঞ্জের ক্লাবগুলো আর্থিক অনুদান পাবে বলে জানা গেল, তাতে সেই ক্লাব উদ্যোক্তারা অনেকটাই খুশি।

সূত্রের খবর, এদিন পুজো কমিটিগুলোর সঙ্গে আলোচনা করে এই বিষয়ে পৌরসভার অবস্থান স্পষ্ট করেন কালিয়াগঞ্জ পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল। তবে সরকারের পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে যেভাবে স্থানীয় ক্লাবগুলোকে 10 হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে, তাতে বিরোধীরা ভোট রাজনীতির অভিযোগ তুলতে শুরু করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে পৌরসভার প্রশাসক কার্তিক চন্দ্র পাল বলেন, “রাজ্য সরকার পুজোর অনুদান দিচ্ছে। তার পাশাপাশি পৌরসভার তরফ থেকে শহরাঞ্চলের 56 টি পুজো কমিটিকে আমরা দশ হাজার টাকা করে দিচ্ছি। বর্তমান সময় চাঁদা তোলার ক্ষেত্রে পুজো কমিটিগুলোর সমস্যা রয়েছে। তাই তাদের যাতে কোনোভাবে অসুবিধে না হয়, পাশাপাশি সাধারণ মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে পুজো কাটাতে পারেন, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শীঘ্রই উদ্যোক্তাদের হাতে এই টাকা তুলে দেওয়া হবে।”

তবে পৌরসভার পক্ষ থেকে স্থানীয় ক্লাবগুলোকে এইভাবে আর্থিক সাহায্য করা হলেও, তা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, “কালিয়াগঞ্জ পৌরসভা নির্বাচনের আগে অতিরিক্ত 10 হাজার টাকা করে দিয়েও মানুষের মন পাওয়া যাবে না। তৃনমূল কংগ্রেসের প্রতি মানুষ বীতশ্রদ্ধ হয়ে গিয়েছে।” রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এটা অত্যন্ত বাস্তব যে, সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন।

আর তার আগে ক্লাবগুলোকে নিজেদের হাতে রাখতে সরকারের পাশাপাশি এবার কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকেও স্থানীয় ক্লাবগুলোকে আর্থিক অনুদান দেওয়ার প্রক্রিয়া শুরু হল। যা নিয়ে শাসকদলের বিরুদ্ধে সরব হতে শুরু করেছে বিরোধীরা। তবে বিরোধীরা এই ব্যাপারে তৃণমূলকে কটাক্ষ করলেও, শাসক দলের পক্ষ থেকে অবশ্য গোটা ব্যাপারটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তবে এই ঘটনা নিয়ে আগামী দিনে যে স্থানীয় রাজনীতি কিছুটা হলেও তোলপাড় হতে পারে, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!