এখন পড়ছেন
হোম > জাতীয় > আসছে বিধানসভা! চেনা নিয়মের বদলে যাচ্ছে অনেক কিছুই! করোনা আবহে আসছে কঠিন বিধি! জানুন বিস্তারে

আসছে বিধানসভা! চেনা নিয়মের বদলে যাচ্ছে অনেক কিছুই! করোনা আবহে আসছে কঠিন বিধি! জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করোনা পরিস্থিতির কারণে মানুষের চলাফেরায় অনেকটাই পরিবর্তন এসেছে। সামাজিক দূরত্ব অবলম্বন, কোলাকুলি বিনা নমস্কার করে সৌজন্য জ্ঞাপন – এই সমস্ত কিছু এখন কার্যত স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর মানুষের চলাফেরায় যেমন পরিবর্তন এসেছে, ঠিক তেমনই পরিবর্তন এসেছে রাজনৈতিক দলগুলোর প্রচার প্রক্রিয়ায়। সামনেই বিহার সহ একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন। এতদিন নির্বাচন সঠিক সময় হওয়া নিয়ে সংশয় ছিল।

তবে সম্প্রতি বিহার বিধানসভা কেন্দ্রের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে প্রচার প্রক্রিয়ার কি হবে, করোনা ভাইরাসের কারনে কি জমায়েত করে প্রচার হবে, নাকি অন্য কোনো পদ্ধতিতে! তা অবশ্যই দেখার বিষয় রয়েছে। জানা গেছে, এতদিন বিহারে পাটনার গান্ধী ময়দানকে সকল রাজনৈতিক দল তাদের রাজনৈতিক শক্তি প্রদর্শনের জন্য বেছে নিয়েছিল। এখান থেকেই বিরোধীরা সরকারের বিরুদ্ধে যেমন সোচ্চার হয়েছিল, ঠিক তেমনই সরকারপক্ষ বিরোধীদের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য শুনিয়েছিলেন। তবে এবার নির্বাচনে এই গান্ধী ময়দানই কি সকল রাজনৈতিক দলের মূল সভা-সমিতি করার জায়গা হচ্ছে? নাকি বদল আসছে এখানে?

সূত্রের খবর, নির্বাচনের কারণে যাতে করোনা পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে না চলে যায়, তার জন্য নির্বাচনী জনসভার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। এক্ষেত্রে জনসভা যত কম করা যায়, সেদিকেই নজর রাখতে হবে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তবে নিতান্তই যদি জনসভা করতে হয়, তাহলে তা দূরত্ব মেনে নির্দিষ্ট একটি মাঠে করতে হবে বলেও জানানো হয়েছে কমিশনের তরফে। সেক্ষেত্রে এই জনসভা করা হবে কিনা, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলার নির্বাচনী অফিসারের ওপর। অর্থাৎ জনসভার ব্যাপারে সামাজিক দূরত্ব অবলম্বনের কারণে এবার নির্বাচন কমিশন যে অনেকটাই কড়া, তা বলাই যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এবার প্রার্থীর সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচারের জন্য সর্বোচ্চ পাঁচ জন ব্যক্তি থাকতে পারবেন। আর যদি এই নিয়ম না মানা হয়, তাহলে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে খবর। এছাড়াও প্রতিবার নির্বাচনের সময় প্রচারে চমক দেখানোর জন্য বাইক এবং জিপ গাড়ি নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার বন্দোবস্ত থাকলেও, এবার তাতে বদল আনা হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মনোনয়নে প্রার্থীর সঙ্গে মাত্র দুটি গাড়ি যেতে পারবে।

আর করোনা ভাইরাসের কারণে সংক্রমণের সংখ্যা যাতে বৃদ্ধি না পায়, তার জন্যে অনলাইনে মনোনয়নপত্র এবং অর্থ জমার ব্যবস্থা রাখা হয়েছে। যার ফলে কার্যত একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে, করোনা ভাইরাসের কারণে এবার নির্বাচনী প্রচারের ক্ষেত্রে অনেকটাই কসুর করতে হবে সমস্ত রাজনৈতিক দলকে। সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, করোনা আবহে নির্বাচনী প্রচার কেমন হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!