এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > আসছে বিধানসভা, কংগ্রেস লড়বে জোট করেই! তবে কোন পক্ষে? কিভাবে? স্পষ্ট বার্তা দিলেন অধীর চৌধুরী

আসছে বিধানসভা, কংগ্রেস লড়বে জোট করেই! তবে কোন পক্ষে? কিভাবে? স্পষ্ট বার্তা দিলেন অধীর চৌধুরী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে রাজ্যের বিরোধী দল কংগ্রেস ও বামফ্রন্ট জোট বদ্ধ হয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। এই জোটের পরিকল্পনা করেছিলেন প্রাক্তন ও প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও এই বিষয়টি নিয়ে যথেষ্ট উৎসাহী। গতকাল শুক্রবার বাম কংগ্রেসের জোটের লক্ষ্য, জোটের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিধানভবনে কংগ্রেসের চার শীর্ষ নেতার সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকের আয়োজন করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

এই রুদ্ধদ্বার বৈঠকে বামের সঙ্গে জোট গঠন নিয়ে কংগ্রেসের এক নেতা আপত্তি জানান। প্রদেশ কংগ্রেস সভাপতি তাঁকে তখনই ধমকে থামিয়ে দেন। জানান যে, কংগ্রেস হাইকমান্ডের নির্দেশেই এ রাজ্যে বামের সঙ্গে জোট গঠন করেছে প্রদেশ কংগ্রেস। তাই এ বিষয়ে কোন আপত্তি গ্রহণ করা হবে না। কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্বের বক্তব্যকে ঢাল করে দলের বিক্ষুব্ধদের চরম বার্তা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

এরপর জোট বিরোধি সেই নেতাকে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রশ্ন করেছিলেন যে, তিনি রাজ্যের কোন আসনে দাঁড়ালে নিশ্চিতভাবে জয়লাভ করতে পারবেন? সেই প্রশ্নের কোন উত্তর দিতে পারেননি তিনি। এরপর তাঁকে দলের হাইকমান্ডের নির্দেশ যথাযথভাবে মেনে চলার কথা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আরও জানালেন যে, এককভাবে লড়তে গেলে কংগ্রেসের অনেক বিধায়কই আর বিধানসভায় ফিরে আসতে পারবেন না। তাই বামেদের সঙ্গে জোট করেই নির্বাচনে লড়তে হবে। তা না হলে বড় রকম বিপর্যয়ের সম্ভাবনা আছে। সে কথা স্বীকার করে নিলেন অধীর চৌধুরী। দলের জোট বিরোধীদেরকে তিনি স্পষ্ট ভাবে এই বিষয়গুলি জানিয়েও দিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বৈঠকে তিনি জানালেন যে, খুব শীঘ্রই তিনি বাম শিবিরের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। এ কারণেই বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যকে নির্দেশ দিয়েছেন তিনি, বাম নেতাদের সঙ্গে কথা বলে একটি বৈঠকের দিনক্ষণ নির্ধারণ করার। সাংসদ হওয়ার কারণে বেশি সময় তাঁকে দিল্লিতে থাকতে হলেও, এই বৈঠকে তিনি অংশগ্রহণ করবেন বলে জানালেন।

সেই সঙ্গে তিনি জানালেন যে, শুধু জোট গঠন করলেই হবে না। তার আগে রাজ্যে নিজেদের শক্তির প্রমাণ দিতে হবে কংগ্রেসকে। তাই বামেদের সঙ্গে আসন সমঝোতার বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে। আসন সমঝোতার বিষয়ে কোন অযৌক্তিক দাবি করতে নিষেধ করলেন তিনি। সেইসঙ্গে তিনি জানালেন, রাজ্যের প্রতিটি ব্লকে নিজেদের অস্তিত্বের প্রমান দেওয়া আবশ্যক কংগ্রেসের। এ কারণে জোটের যৌথ আন্দোলনের পাশাপাশি কংগ্রেসকেও সামিল হতে হবে একক আন্দোলনেও ।

গতকাল বিধান ভবনের এই বৈঠক শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের বাড়ি গিয়েছিলেন অধীর চৌধুরী। সেখানে সোমেন বাবুর স্ত্রী ও পুত্রের সঙ্গে দেখা করেছিলেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!