এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > আসছে বর্ষা, আরও কি বাড়বে করোনার প্রকোপ? কি জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা? জানুন বিস্তারে

আসছে বর্ষা, আরও কি বাড়বে করোনার প্রকোপ? কি জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা? জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাস বিশ্বে তার মহাতান্ডব অব্যাহত রেখেই চলেছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ করোনায় সংক্রামিত হচ্ছেন, সেই সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। বিশ্বে এখনো পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৭২১৭০৩৪ জন মানুষ, তার মধ্যে মৃত্যু হয়েছে ৬৭০৯৩৮ জনের। প্রতিদিন ২ লক্ষেরও বেশি মানুষ নতুন করে করোনায় সংক্রামিত হচ্ছেন। বার বার নিজের মধ্যে মিউটেশন ঘটানোয় করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারও হয়ে পড়ছে দুস্কর।

সেই সঙ্গে বারবার বৈশিষ্টের পরিবর্তন ঘটছে এই ভাইরাসের। তাই করোনা ভাইরাস সম্পর্কে প্রচলিত ধারণারও বারবার বাদল ঘটছে। প্রসঙ্গত, একসময় ধারণা করা হয়েছিল যে, করোনা শীতকালীন ভাইরাস তাই গ্রীষ্মকালে এর কার্যক্ষমতা হ্রাস পাবে। কিন্তু এখন সে ধারণা ভুল প্রমাণিত হয়েছে। ঠিক তেমনি একসময় ধারণা করা হয় যে, বর্ষাকালের উষ্ণ-আদ্র আবহাওয়ায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাবে। কিন্তু এ সম্পর্কে গত মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে, করোনা ভাইরাসের সংক্রমণ কখনোই মরসুম নির্ভর নয়। এটি একটি বৃহৎ তরঙ্গ বর্তমানে যা ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে, করোনা ভাইরাস কখনোই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো আচরণ করেনা, তথা মরসুমের প্রবণতাও তা মেনে চলে না। এই প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ” মানুষ এখনও করোনা নিয়ে চিন্তাভাবনা করছে। আমাদের সবার জানা দরকার যা এটি একটি নতুন ভাইরাস এবং এটি অন্যরকম আচরণ করছে।”

সম্প্রতি জেনেভাতে একটি ভার্চুয়াল ব্রিফিংয়ে মার্গারেট হ্যারিস জানিয়েছেন যে, সতর্কতাই হলো করোনা রোধ করার সবথেকে বড় উপায়। ভিড়, জমায়েত তিনি সর্বদা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। কারণ, জমায়েত থেকেই এই ভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে থাকে। করোনা ভাইরাসের বৃহৎ তরঙ্গের ব্যাপারে মানুষকে সচেতন ও সতর্ক করার উদেশ্যে তিনি বলেছেন, “এটি একটি বড় তরঙ্গ হতে চলেছে। এখনও এই সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। একমাত্র সচেতনতাই এই গ্রাফের নিম্নমুখী করতে পারে। উল্লেখ্য, বিশ্বে এখন দৈনিক দু-লক্ষ করে করোনা সংক্রমিত হচ্ছে। বাড়ছে মৃত্যুও।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!