এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আসছে একুশের মহাযুদ্ধ! ১০ লক্ষের নিজস্ব বিশাল বাহিনী নিয়ে ঝড় তুলতে চলেছেন ‘যুবরাজ’ অভিষেক?

আসছে একুশের মহাযুদ্ধ! ১০ লক্ষের নিজস্ব বিশাল বাহিনী নিয়ে ঝড় তুলতে চলেছেন ‘যুবরাজ’ অভিষেক?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একুশের বিধানসভার আবহে সংগঠনের জোর বাড়াতে উঠে পড়ে লেগেছে শাসকদল। ইতিমধ্যে একুশের মঞ্চে দাঁড়িয়ে একুশে ফিরে আসার দাবি জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কথার উপর ভিত্তি করেই তৃণমূল শিবিরের শুরু হয়েছে জোর তৎপরতা। একুশের নির্বাচনী লড়াইয়ের দিকে নজর দিয়ে সম্প্রতি তৃণমূলের সাংগঠনিক স্তরেও হয়ে গেছে ব্যাপক রদবদল। পাশাপাশি এবার গেরুয়া শিবিরের সদস্য সংগ্রহের মতন তৃণমূলের যুব সংগঠনেও যুব যোদ্ধা নেওয়ার হিড়িক পড়েছে।

এবং সে ব্যাপারে নেতৃত্ব দিচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক যুব দিবসের শুভেচ্ছা জানান পশ্চিমবঙ্গের প্রত্যেক যুবক যুবতীকে। এই দিনটি তিনি সেইসব যুবক-যুবতীদের উৎসর্গ করেছেন, যাঁরা পশ্চিমবঙ্গ এবং ভারতের মূল্যবোধ ও সংবিধানের প্রতি আনুগত্য দেখিয়েছেন। অন্যদিকে এদিন টুইটারে অভিষেক যুব সমাজের উদ্দেশ্যে এক বার্তায় জানিয়েছেন, আজকের যুব সমাজ যা করেন, পরবর্তী প্রজন্ম সেদিকেই চলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরপরে আরেকটি টুইটে অভিষেক বলেন, বাংলার সংস্কৃতি ধ্বংস যাঁরা করতে চাইছে, তাঁদের যুবসমাজকেই প্রতিহত করতে হবে। রাজনৈতিক মহলের একাংশের মতে, যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে ঠারেঠোরে গেরুয়া শিবিরের কথাই বলতে চেয়েছেন। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের করোনা পরিস্থিতি এবং আমফান পরিস্থিতিতে যেভাবে রাজ্যের যুব নেতা নেত্রীরা এগিয়ে এসেছেন, তার জন্য তাঁদের কুর্নিশ জানিয়েছেন। অন্যদিকে জানা গেছে, আগামী বেশ কয়েক দিনের মধ্যে যুব তৃনমূলের তরফ থেকে 10 লক্ষ যুব যোদ্ধা নিযুক্ত করা হবে। সম্প্রতি যুব তৃনমূলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামী চৌদ্দই আগস্ট কন্যাশ্রী দিবসের দিন কন্যাশ্রীদেরও যুব যোদ্ধা হিসেবে নিয়োগ করা হবে।

এ ব্যাপারে ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে নাম নথিভুক্ত করা হচ্ছে বলে জানা গেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, 2021 এর বিধানসভা নির্বাচন জিততে তৃণমূল শিবির যে রীতিমতো মরিয়া, তা তাঁদের বিভিন্ন পদক্ষেপেই প্রকাশ পাচ্ছে। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের দাবী, একুশের নির্বাচনী লড়াইয়ে বিরোধীদের টেক্কা দেওয়ার জন্য যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব যোদ্ধা সংগ্রহ করার দিকে নজর দিয়েছেন, তা কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য। এবার দেখার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল শিবির তাঁদের দুর্বলতাকে ঢেকে বিরোধীদের পিছিয়ে দিয়ে বিধানসভার আসন দখল করতে পারে কিনা!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!