এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > আসছে মোদীর ৭০তম জন্মদিন! এক ঢিলে দুই পাখি মেরে বড়সড় পরিকল্পনায় বঙ্গ বিজেপি, জানুন বিস্তারে

আসছে মোদীর ৭০তম জন্মদিন! এক ঢিলে দুই পাখি মেরে বড়সড় পরিকল্পনায় বঙ্গ বিজেপি, জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ১৭ ই সেপ্টেম্বরের দিনটি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ৭০ তম জন্মদিন। প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁকে একটি বিশেষ উপহার দিতে চলেছে পশ্চিমবঙ্গ বিজেপি। এদিন কোচবিহার জেলার প্রতিটি বুথ থেকে ৭০ জন করে নতুন বিজেপি সদস্য সংখ্যা বৃদ্ধির সংকল্প নিল কোচবিহার জেলা বিজেপি নেতৃত্ব। কোচবিহার জেলার অল্প কয়েকটি বুথে বিজেপির সাংগঠনিক শক্তি তেমন শক্তিশালী নয়। এই বুথগুলো বাদ দিয়ে বাকি গুলি থেকে যদি বিজেপি এরকম ৭০ জন করে নতুন সদস্য সংগ্রহ করতে পারে, তাহলে একদিনেই বিজেপির সদস্য সংখ্যা এক লক্ষেরও বেশি বৃদ্ধি পাবে। এর ফলে একদিকে যেমন তাদের সদস্য সংখ্যার যথেষ্ট বৃদ্ধি হবে, তেমনি প্রধানমন্ত্রীকে তাঁর জন্মদিনে একটি দুর্দান্ত উপহারও দেয়া হবে।

এ প্রসঙ্গে কোচবিহার জেলা বিজেপি সভানেত্রী মালতী রাভা জানিয়েছেন, ” সদস্য সংখ্যা অভিযান ইতিমধ্যেই শুরু করেছি আমরা। প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ অভিযান চলবে।” প্রধানমন্ত্রীর জন্মদিনের এই অভিনব উপহার সম্পর্কে কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তীর বক্তব্য, ” প্রধানমন্ত্রীর ৭০ তম জন্মদিনে সব কিছুই ওই সংখ্যার করা হবে। সে ভাবেই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ”

অন্যদিকে প্রধানমন্ত্রী জন্মদিনের দিনে বিজেপিকে নতুন ভাবে উজ্জীবিত করার কাজে নামতে চলেছে জেলা কোচবিহার বিজেপি নেতৃত্ব। করোনা সংক্রমণের কারণে দীর্ঘ সময় ধরে বিজেপির তেমন একটা বড়সড় দলীয় কর্মসূচি গ্রহণ করতে পারছে না। এতে দলের সংগঠন বেশ কিছুটা ঢিলেঢালা হয়ে পড়েছে বলে তারা মনে করছেন। এদিকে সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। তাই দলীয় সংগঠনকে শক্তিশালী করে নির্বাচনে সাফল্য লাভের পরিকল্পনা আছে দলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, কোচবিহার জেলা বিজেপি নেতৃত্ব অল্প কিছুদিন আগেই কোচবিহার জেলার মহকুমা শাসকের বিভিন্ন দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ দেখায়। গতকাল রবিবার কোচবিহার জেলা বিজেপির মোট ২৪ টি মন্ডলের প্রতিনিধিরা একত্রে একটি বিশেষ বৈঠকের আয়োজন করেছিলেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপি পর্যবেক্ষক অমিতাভ মৈত্র ও কোচবিহার বিজেপি জেলা সভানেত্রী মালতী রাভা। এই বিশেষ বৈঠক থেকেই জেলা বিজেপি নেতৃত্ব সকল সদস্যদের জন্য নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছে।

প্রসঙ্গত গত ২০১৯ এর লোকসভা নির্বাচনের পর থেকে কোচবিহারের বিজেপির অনেকটা শক্তি বৃদ্ধি করেছে। সেখানে দুর্বল হয়ে পড়েছে শাসকদল তৃণমূল। আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল নিজের সাংগঠনিক শক্তি মজবুত করার কাজে উঠে পড়ে লেগেছে। তারই পরিপ্রেক্ষিতে নিজেদের সংগঠনকে শক্তিশালী করার কাজে নামতে চলেছে বিজেপি।

এ প্রসঙ্গে বিজেপির জনৈক প্রভাবশালী নেতার বক্তব্য, ” ইতিমধ্যেই লক্ষাধিক সদস্য সংগ্রহ হয়েছে আমাদের। এ বার তিন লক্ষ টার্গেট দেওয়া হয়েছে। সেদিকে লক্ষ্য রেখেই কাজ হচ্ছে।” তবে প্রধানমন্ত্রী জন্মদিনে জেলা বিজেপির বিশেষ উপহারের বিষয়টিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় ব্যঙ্গ ও কটাক্ষ করলেন। এ প্রসঙ্গে তিনি বললেন, “ আসলে বিজেপি সদস্য সংখ্যা বাড়াতে পাচ্ছে না। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে বেছে নেওয়া হচ্ছে। তাতেও কিছু হবে না, কারণ বিজেপি ও ওই দলের নেতৃত্বকে এখন কেউ চাইছেন না। ”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!