এখন পড়ছেন
হোম > জাতীয় > আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭০তম জন্মদিন! গেরুয়া শিবিরের বিশেষ পরিকল্পনার কথা এল সামনে

আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭০তম জন্মদিন! গেরুয়া শিবিরের বিশেষ পরিকল্পনার কথা এল সামনে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দেশের শাসনকর্তার গদিতে নয় নয় করে প্রায় সাত বছর কাটানোর মুহূর্তে দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার সত্তর বছরে পা দিতে চলেছেন। আর সেই উপলক্ষে গেরুয়া শিবিরে উৎসবের আমেজ। প্রত্যেক বছর অবশ্য প্রধানমন্ত্রীর জন্মদিন বিশাল আরম্ভর সহযোগে পালন করা হয়। কিন্তু এবার পরিস্থিতি অন্য। করোনার জেরে প্রত্যেকেই বর্তমানে গৃহবন্দী। যদিও বা গুটিকতক মানুষ প্রয়োজনে বাইরে বেরোচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে তাঁদের প্রত্যেকের সঙ্গী হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক।

এই অবস্থায় প্রধানমন্ত্রী মোদির জন্মদিন পালনের বিভিন্ন পরিকল্পনা ইতিমধ্যেই ছকে নিয়েছে গেরুয়া শিবির বলে জানা গেছে। দেশজুড়ে মোদির 70 তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, এবছর মহালয়ার দিন অর্থাৎ 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পড়েছে। প্রত্যেকবার নরেন্দ্র মোদী তাঁর জন্মদিন উদযাপন করেন মায়ের সঙ্গে দেখা করে। এবারে অবশ্য করোনা পরিস্থিতিতে তিনি তা করবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে।

তবে বিজেপি কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনের দিনটি সারা দেশে ‘সেবা দিবস’ হিসেবে পালন করা হবে তাঁদের পক্ষ থেকে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষদের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করা হবে। উল্লেখ্য, 17 ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদি সত্তর বছরে পা দিতে চলেছেন। আর সেই উপলক্ষে গেরুয়া শিবিরের পক্ষ থেকে দেশজুড়ে 70 টি আলাদা আলাদা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যে খবর, আগামী 14 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত দেশ জুড়ে পালিত হবে ‘সেবা সপ্তাহ’। এই সময় প্রধানমন্ত্রী মোদির শাসক থাকাকালীন দেশের জন্য তিনি কি কি কাজ করেছেন, তার বিশদ বিবরণ দেওয়া হবে। এক্ষেত্রে আত্মনির্ভর ভারত প্রকল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে প্রচারে বলে খবর। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে যে বিপুল অনুষ্ঠানসূচি শোনা যাচ্ছে গেরুয়া শিবিরের, তা নিয়ে অবশ্য ইতিমধ্যেই জোর সমালোচনা শুরু হয়েছে।

রাজনৈতিক মহলের অনেকেই বলছেন, সাধারণ মানুষ যেখানে করোনা কালে চাকরি হারিয়েছে, না খেতে পাওয়া অবস্থায় দিন যাপন করছেন, দেশের অর্থনৈতিক ভাঁড়ার প্রায় শূন্য, সে জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর মোদির 70 তম জন্মদিন পালনে যে আড়ম্বর হতে চলেছে তা যথেষ্ট দৃষ্টিকটু। তবে গেরুয়া শিবিরের প্রত্যেকেই এই মুহূর্তে আগ্রহী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালন নিয়ে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!