এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > আসছে যশ, প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের, নবান্নের তরফ থেকে এলো একাধিক নির্দেশিকা

আসছে যশ, প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের, নবান্নের তরফ থেকে এলো একাধিক নির্দেশিকা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতবছর রাজ্যে হানা দিয়েছিল আম্ফান। যার ক্ষতির বোঝা এখনো বয়ে চলতে হচ্ছে রাজ্যের বেশকিছু জায়গাকে। আতঙ্ক এখনো দগদগে হয়ে রয়েছে। কিন্তু তার মধ্যেই নতুন করে আতঙ্ক জাগাতে বাংলায় হানা দিতে আসছে ঘূর্ণিঝড় যশ। আমফানের সময়েও  রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এবারেও সেই একইভাবে যশ সামলাতে রাজ্য সরকার ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে। পাশাপাশি চিন্তার কারণ করোনাও। করোনার ভয়াবহতার মধ্যেই রাজ্যের প্রতিটি জেলাশাসকের কাছে দেওয়া হয়েছে বিশেষ বার্তা।

পাশাপাশি মুখ্যসচিবআলাপন বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর প্রিন্সিপাল সেক্রেটারির পক্ষ থেকে 16 দফার একটি নির্দেশিকা প্রকাশিত হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে, আগামী 22 তারিখ থেকে প্রত্যেকটি জেলা সদরে কন্ট্রোল রুম খুলতে চলেছে প্রশাসন। পাশাপাশি এই ঘূর্ণিঝড় সামাল দিতে প্রশাসনিক আধিকারিকদের সমস্ত রকম ছুটি বাতিল করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। একইসাথে জানা গেছে, উদ্ধারকারী দল যারা থাকবেন, তাঁদের জন্য পর্যাপ্ত পরিমাণে মাস্ক, গ্লাভস, ক্যাপ, পিপিই কিট মজুদ রাখার কথা বলা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড় যশ তাণ্ডব চালাতে পারে সুন্দরবন ও দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অংশে। সেক্ষেত্রে দক্ষিণ 24 পরগনার বাসন্তী, ঝাড়খালি, গোসাবা, সুন্দরবন সহ একাধিক যায়াগায় এবং উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে সাবধানতা অবলম্বন করা হচ্ছে। মৎস্যজীবীদের ইতিমধ্যেই সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি পানীয় জলের যাতে কোনরকম অভাব না হয়, তার জন্য জলের পাউচ সংরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

এই দুর্যোগে যাতে বিদ্যুৎ বিপর্যয়  না হয়, সেদিকেও নজর রাখার কথা বলা হয়েছে। একইসাথে ত্রাণ শিবির করতে যাতে স্থানীয় স্কুল, কলেজগুলিকে কাজে লাগানো যায় সেইরকম নির্দেশ দেওয়া হয়েছে। তবে আবহাওয়া দপ্তর সূত্রে এও জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি দেখে মনে করা হচ্ছে সেটি উড়িষ্যা উপকূলে গিয়ে আছড়ে পড়তে পারে। তবে বাংলার পক্ষ থেকে সাবধানতায় কোনরকম ত্রুটি রাখা হচ্ছেনা। আম্ফানের পর যশের হাত থেকে বাঁচার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!