এখন পড়ছেন
হোম > জাতীয় > আশা জাগিয়েও কি এই হেভিওয়েট আসছেন না গেরুয়া শিবিরে? হঠাৎ করে মোদী- বিরোধী হতেই উঠছে প্রশ্ন

আশা জাগিয়েও কি এই হেভিওয়েট আসছেন না গেরুয়া শিবিরে? হঠাৎ করে মোদী- বিরোধী হতেই উঠছে প্রশ্ন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শচীন পাইলটের কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের তীব্র জল্পনা মাঝে তৈরি হয়েছিল। যার জেরে ব্যাপক অস্বস্তিতে পড়ে ছিল হাত শিবির শচীন। পাইলট যদি বিজেপিতে যোগদান করেন, তাহলে কংগ্রেস ব্যাপক বিপাকে পড়বে বলেই দাবি করেছিল রাজনৈতিক মহল। কিন্তু হঠাৎ করেই শচীন পাইলটের নরেন্দ্র মোদিকে আক্রমণ নতুন রাজনৈতিক অংকের সৃষ্টি করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

জানা গেছে, বৃহস্পতিবার হঠাৎ করেই রাহুল গান্ধীর বক্তব্যকে সমর্থন জানাতে দেখা যায় শচীন পাইলটকে। যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিজেপির নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। আর দীর্ঘদিন নানা বিষয় নিয়ে চুপ থাকা শচীন পাইলট হঠাৎ করেই আবার কংগ্রেসের সমর্থনে বক্তব্য রেখে বিজেপির বিরুদ্ধে মন্তব্য করায় তিনি যে আবার কংগ্রেসে তৎপরতার সহিত সক্রিয় হচ্ছেন, তা কার্যত স্পষ্ট হয়ে গেছে বিশেষজ্ঞদের কাছে।

বস্তুত, বেশ কিছুদিন ধরে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কটাক্ষ করতে দেখা যাচ্ছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। এদিন তার বক্তব্যকে সমর্থন করে শচীন পাইলট বলেন, “আমি রাহুল গান্ধীর প্রতিবাদকে সমর্থন করি। দেশের অর্থনীতি তলানিতে এসে ঠেকেছে। 2.10 কোটি মানুষ কাজ হারিয়েছেন। কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের বেতন কাটা যাচ্ছে। চীন দেশের ভূখণ্ড ছিনিয়ে নিচ্ছে। দেশের অর্থনৈতিক সংকটকে ঢাকতে এবার চীনের সীমান্ত নিয়ে প্রচার চালাচ্ছে মোদি সরকার। নজর ঘোরানোর জন্যেই এই কাজ করা হচ্ছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, শচীন পাইলটের রাজনৈতিক অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলেছে। কংগ্রেসের এক অংশের সঙ্গে তার বিরোধের কারণে তিনি কংগ্রেস ছেড়ে যেতে পারেন বলেও ধরে নেওয়া হয়েছিল। মাঝে বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। কিন্তু তারপর কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে নবীন-প্রবীণের মেটানোর জন্য উদ্যোগ নেওয়া হয়। আর তার সেই উদ্যোগ যে অনেকটাই কাজে দিয়েছে, তা শচীন পাইলটের বিজেপি বিরোধী মন্তব্যের থেকেই পরিষ্কার হয়ে গেল বলে দাবি ওয়াকিবহাল মহলের।

এখন যেভাবে শচীন পাইলট আবার রাহুল গান্ধীর বক্তব্যকে সমর্থন করে বিজেপিকে কটাক্ষ করতে শুরু করলেন, তাতে তার দলবদল যে কার্যত বিশবাঁও জলে এবং তিনি যে কংগ্রেসের হয়েই এখন আবার ময়দানে নেমে পড়বেন, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে এবার শচীন পাইলটের বিরোধিতায় বিজেপি কতটা চাপে পড়ে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!