এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অশান্ত দেগঙ্গা, তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে!

অশান্ত দেগঙ্গা, তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনী ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্যে হিংসা ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় বিজেপি নেতা কর্মীদের ওপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ গেছে তৃণমূলের বিরুদ্ধে। আর এই পরিস্থিতিতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের একটি প্রতিনিধি দল রাজ্যে পা রেখেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূল এবং বিজেপির মধ্যে গন্ডগোল হলেও, এবার তার মাঝখানে নাম জড়িয়ে পড়ল সংযুক্ত মোর্চার শরিক আইএসএফের।

যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। মূলত, এবার বিরোধী দলের ক্ষমতা দখল করেছে বিজেপি। বাম এবং কংগ্রেস জোট করেও কোনো লাভ করতে পারেনি। তবে তারা একটি আসন দখল না করলেও, তাদের শরিক আইএসএফ একটি আসনে জয়লাভ করেছে। আর এই পরিস্থিতিতে এবার দেগঙ্গায় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলার অভিযোগ উঠল সেই আইএসএফ কর্মীদের বিরুদ্ধে।

জানা যায়, বৃহস্পতিবার রাত নটার সময় চাপাতলা গ্রাম পঞ্চায়েতের পারুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। যেখানে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে লোকেদের মারধর করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনায় আইএসএফের দিকে অভিযোগ তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। যদিও বা আইএসএফের পক্ষ থেকে সেই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে।

কেন ভোট পরবর্তী হিংসা হচ্ছে? কেন এইভাবে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা করা হল? এদিন এই প্রসঙ্গে আইএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এক কর্মীর জমির ফসল কাটতে বাধা দিচ্ছিল তৃণমূল। আর সেই কারণেই গ্রামবাসীরা তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের বাড়িতে বিক্ষোভ দেখিয়েছেন। কাউকে মারধর করা হয়নি।

তবে তৃণমূলের পক্ষ থেকে আইএসএফের বিরুদ্ধে অভিযোগ করা হলেও, যেভাবে আইএসএফ তা অস্বীকার করল, এখন তা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। বারবার নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর হিংসার ঘটনা ঘটেছে গোটা রাজ্যজুড়ে। আর এবার উত্তর 24 পরগনা দেগঙ্গার এই ঘটনা সেখানকার আইন-শৃঙ্খলাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। সব মিলিয়ে রাজনৈতিক সংঘর্ষ আটকাতে এবার পুলিশ প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!