এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > BIG BREAKING – শিলিগুড়ি পুরসভার ‘প্রশাসক’ পদ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিলেন অশোক ভট্টাচার্য!

BIG BREAKING – শিলিগুড়ি পুরসভার ‘প্রশাসক’ পদ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিলেন অশোক ভট্টাচার্য!


জল্পনাটা আগেই ছিল – আর সেই জল্পনা সত্যি করে রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্ন থেকে বিরোধীদের হাতে থাকা অন্যতম পুরসভা, শিলিগুড়িতে প্রশাসক হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নেয় সেখানকার মেয়র অশোক ভট্টাচার্যকে। কিন্তু, রাজ্য সরকারের সেই সিদ্ধান্তে বড়সড় ধাক্কা লাগল। শিলিগুড়ি পুরসভার ‘প্রশাসক’ পদ নিতে অস্বীকার করলেন অশোক ভট্টাচার্য।

নবান্ন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় শিলিগুড়ি, জলপাইগুড়ি, রামপুরহাট, তুফানগঞ্জ, উলুবেড়িয়া, জয়নগর-মজিলপুর ও গয়েশপুর পুরসভায় প্রশাসক বসানো হবে। মেয়র অশোক ভট্টাচার্যকে মাথায় রেখে ১২ জনকে প্রশাসক বোর্ডে রাখা হয়েছে শিলিগুড়ি পুরসভার জন্য। আর এই সিদ্ধান্ত জানার পর রাজ্য-রাজনীতির অন্যতম হেভিওয়েট নেতা একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে তা প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অশোকবাবু এদিন বলেন, রাজ্য সরকার বেআইনি ভাবে প্রশাসক বোর্ড গঠন করছে। এই বিজ্ঞপ্তি আমি মানছি না। আমি প্রশাসক হব না। শিলিগুড়ি পুরসভার সঙ্গে বর্তমান সরকার আগাগোড়া অসহযোগিতা করেছে। কোনও প্রকল্প খাতে কেন্দ্র থেকে ২০ কোটি টাকা এলে তা একেবারে ছাড়েনি। দশ বার বলার পর কখনও তিন কোটি, কখনও চার কোটি টাকা করে দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রেখে দিয়েছে।

এরপরেই তিনি জানান, উন্নয়নের টাকা চাইতে কলকাতায় গিয়ে ধর্না দিতে হয়েছে। আর এখন আমাকে লোক দেখানো প্রশাসক বানানোর চেষ্টা হচ্ছে! আগে কোথাও স্বাভাবিকভাবে যে পাঁচ জন তৃণমূল নেতা, যারা কাউন্সিলর হয়ে কোনো কাজ করেন নি, শুধু বাধা দিয়ে গেছেন তারা কেন বোর্ড অফ কাউন্সিলে? আমরা এইটা মানছি না। এখানেই শেষ নয়, এদিন তিনি প্রতিহিংসামূলক আচরণের অভিযোগও তোলেন। তিনি বলেন আমি এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি। স্বাভাবিকভাবেই অশোকবাবুর এই সিদ্ধান্তের পর কার্যত ঝড় উঠে গেছে রাজ্য-রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!