এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > অশোক ভট্টাচার্যকে আরো কোনঠাসা করতে বৃহত্তর আন্দোলনের পথে গৌতম দেব

অশোক ভট্টাচার্যকে আরো কোনঠাসা করতে বৃহত্তর আন্দোলনের পথে গৌতম দেব


ফেল বাম শাসিত পুরসভার মেয়র অশোক ভট্টাচার্য বনাম শিলিগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক তথা মন্ত্রী গৌতম দেবের রাজনৈতিক কাজিয়ায় সরগরম রাজনৈতিক মহল। কদিন আগেই “সবার জন্য বাড়ি” প্রকল্পে মেয়র অশোক ভট্টাচার্যর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চাইলে তৃনমূলকে সমর্থন করার কথা জানায় কংগ্রেস।আর এরপরই বোর্ড বাঁচাতে দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠক সারেন বাম নেতা অশোক ভট্টাচার্য। এবারে এই দুর্নীতি ইস্যুতে ফের মেয়রকে সলানোর দাবিতে পথে নামতে চলেছে তৃনমূল কংগ্রেস।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

বৃহস্পতিবার শিলিগুড়ির পিডব্লুডি বাংলোয় তৃনমূল কাউন্সিলরদের নিয়ে একটি বৈঠকের পর এমনই কথা শোনা গেল রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবের গলায়। এদিন মন্ত্রী অভিযোগ করেন, “বর্তমান মেয়র শিলিগুড়িকে পিছিয়ে দিয়ে “হাউসিং ফর অলের” মত বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি চালাচ্ছে। আমরা চাই না তিনি আর একদিনও চেয়ারে থাকুক।” এই মেয়রকে সরাতে অন্যান্য দলগোলির সাথেও কথা বলার ইঙ্গিত দিয়েছেন গৌতম দেব।

 

 

 

 

 

এদিকে শিলিগুড়িতে টোটোর যে সমস্যা রয়েছে সেব্যাপারে কলকাতায় গিয়ে পরিবহনমন্ত্রী ও সচিবের সাথে কথা বলে একটি টিম শহরে এনে সেই সমস্যা সমাধানের আশ্বাসবানীও শুনিয়েছেন মন্ত্রী। এদিকে বাস শাসিত পুরবোর্ডের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলায় পাল্টা তৃনমূলকেও কটাক্ষ করেছেন মেয়র অশোক ভট্টাচার্য। এদিন তিনি বলেন,”সবার জন্য বাড়ি প্রকল্পে কি হয়েছে তা শহরবাসী জানে!

তাই এই বোর্ড পাঁচবছরই ক্ষমতায় থাকবে।”  সব মিলিয়ে শাসক ও বিরোধী দলের দুই হেভিওয়েটের কাজিয়ায় শিলিগুড়ির পুরসভার বোর্ডের চালচিত্র আদৌ বদলায় কি না সেদিকেই নজর সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!