এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > কেমন আছেন অশোক-মুকুল-রাজু- তিন হেভিওয়েটের সর্বশেষ করোনা অবস্থার খুঁটিনাটি

কেমন আছেন অশোক-মুকুল-রাজু- তিন হেভিওয়েটের সর্বশেষ করোনা অবস্থার খুঁটিনাটি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাস কাউকে ছাড়ছে না। সাধারণ মানুষকে আক্রমণ করার পাশাপাশি তা এখন হেভিওয়েট জনপ্রতিনিধিদের শরীরেও বাসা বাঁধতে শুরু করেছে। ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। উত্তরবঙ্গের তিন হেভিওয়েট নেতা এই করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করছেন। যার মধ্যে রয়েছেন শিলিগুড়ি পৌরসভার বিদায়ী মেয়র তথা বর্তমান প্রশাসক অশোক রঞ্জন ভট্টাচার্য, সিপিএম নেতা মুকুল সেনগুপ্ত এবং বিজেপি নেতা রাজু সাহা।

স্বভাবতই সিপিএম এবং বিজেপির তিন নেতা করোনা ভাইরাস আক্রান্ত হওয়ায় শিলিগুড়ি শহরে চাঞ্চল্য তৈরি হয়েছে। কিন্তু এখন কেমন আছেন তারা? জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত শিলিগুড়ি পৌরসভার প্রশাসক অশোক রঞ্জন ভট্টাচার্যের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। তবে সিপিএম নেতা মুকুল সেনগুপ্তর অবস্থা কিছুটা হলেও স্থিতিশীল। অন্যদিকে স্বস্তির নিঃশ্বাস ফেলে করোনাকে জয় করে বাড়িতে ফিরে এসেছেন বিজেপি নেতা রাজু সাহা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে অশোক ভট্টাচার্য ও মুকুল সেনগুপ্তর শারীরিক অবস্থা নিয়ে মুখ খোলেন দার্জিলিং জেলা সিপিএমের সম্পাদক জীবেশ সরকার‌। তিনি বলেন, “অশোকবাবু স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া করেছেন। এক্সরে রিপোর্ট আগের থেকে ভালো হয়েছে। ওনার সঙ্গে আমার কথা হয়েছে। পাশাপাশি মুকুল সেনগুপ্তর চিকিৎসা চলছে। ওর অবস্থা স্থিতিশীল।” অন্যদিকে করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পাঁচ দিনের মধ্যেই ছাড়া পেয়ে গিয়েছেন বিজেপির রাজু সাহা।

অর্থাৎ, তিন হেভিওয়েট নেতার মধ্যে একজন পুরোপুরি সুস্থ এবং অপর দুজন সুস্থতার দিকে এগোনোয় আশার আলো তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাস খুব একটা কঠিন রোগ নয়। এই রোগকে প্রতিহত করা শক্ত হলেও, যদি অন্য কারো শরীরে শক্ত রোগ না থাকে, তাহলে সহজেই করোনা থেকে মুক্ত পাওয়া যায়। তাই আক্রান্ত হয়েও এখন শিলিগুড়ি শহরের তিন নেতা সুস্থ হয়ে উঠছেন। এখন কবে অশোক ভট্টাচার্য এবং মুকুল সেনগুপ্ত কবে সুস্থ হয়ে বাড়ি ফেরেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!