এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আশঙ্কার মেঘ জমছে বঙ্গ বিজেপিতে !পুজোর পরেই কি বড়োসড়ো ভাঙন ? বিস্ফোরক ইঙ্গিত রাজ্যের মন্ত্রীর !

আশঙ্কার মেঘ জমছে বঙ্গ বিজেপিতে !পুজোর পরেই কি বড়োসড়ো ভাঙন ? বিস্ফোরক ইঙ্গিত রাজ্যের মন্ত্রীর !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  রাজ্যের 2021 বিধানসভা নির্বাচনে প্রচুর আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছে টিএমসি ।  এবারের বিধানসভা নির্বাচনের আগে যদিও দেখা গিয়েছিল টিএমসি থেকে বিজেপিতে দলবদল হওয়ার হিড়িক তবে টিএমসি  আবারো জয়লাভ করার পরেই ঠিক তার উল্টোটা ঘটছে । এবারে বিধানসভা নির্বাচনে পর  বিজেপি বিরোধী আসনের স্থান দখল করে থাকলেও তবুও বিজেপির বেশকিছু হেভিওয়েট নেতা পদ্ম শিবির থেকে ঘাসফুল শিবিরে নাম লেখাতে শুরু করেছেন  । প্রসঙ্গত মুকুল রায় সহ চার বিধায়ক এখোনো এপর্যন্ত টিএমসি তে নাম লিখিয়েছেন ।

আলোড়ন পড়েছে পদ্ম শিবির থেকে ঘাসফুল শিবিরে আসার ।সদ্যই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সংসদ বাবুল সুপ্রিয় কিছুদিন আগেই যোগদান করেছেন টিএমসি তে সেই সঙ্গে আরো এক বিজেপি নেতা তৃণমূলে ফিরে এসেছেন । তবে সব্যসাচীর বিজেপি থেকে তৃণমূল ফিরে আসা  নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে আর এরই মধ্যে বিস্ফোরক দাবি করে বসলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।  তিনি দাবি করেন ‘বিজেপির অনেক নেতাই তৃণমূলে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছে। তাঁদের কবে কীভাবে তৃণমূলে নেওয়া হবে, সেটা একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়  ঠিক করবেন।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি আরো জানান যে পুজোর আগেই  বিজেপির একঝাঁক নেতা চলে এসেছেন তৃণমূলে, তাই পুজোর পর গেরুয়া শিবিরে আরো বড় ভাঙনের পূর্বাভাস দিলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম ! এছাড়াও তিনি দাবী করেন যারা আমাদের ছেড়ে গিয়েছিলেন তাদের অনেকেই ফিরে এসেছেন ইতিমধ্যে কিন্তু কয়েকদিন বাদে এমন একটা নাম বিজেপি থেকে আসবে যা চিন্তায় করতে পারবেন না ! তিনি তৃণমূল থেকে যাওয়া নয় বিজেপি থেকেই তিনি আসবেন , এমনকি অনেক বিধায়ক লাইনে আছেন তারাও আসবেন ।

সেই সঙ্গে আরও জানান বিজেপির অনেক নেতাই তাদের আবেদনপত্র জমা দিয়েছেন তাদের কাছে সেই সমস্ত অ্যাপ্লিকেশন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে কাকে দলে নেবেন সেটা ঠিক করবেন । তবে কে সেই বিরাট হেভিওয়েট বিজেপি নেতা ? যিনি বঙ্গ বিজেপি ছেড়ে ঘাসফুলে যোগ দেবেন বলে দাবি করছেন ফিরহাদ হাকিম । অবশ্য মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন এখনই তিনি কোন নাম বলবেন না অপেক্ষা করুন অর্থাৎ বিজেপির এই নেতার নাম উল্লেখ না করেই যে বঙ্গ বিজিবিকে অনেকটাই চাপে ফেলে দিলেন তা বলার অপেক্ষা রাখে না তবে  এখন দেখার বিষয় আগামী দিনে বঙ্গ রাজনীতির মোড় কোন দিকে ঘোরে সেটাই !

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!