এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অষ্টম দফাতেও তুমুল অশান্তি কলকাতার উত্তরে, অভিযোগ-প্রতি অভিযোগ তৃণমূল ও বিজেপির

অষ্টম দফাতেও তুমুল অশান্তি কলকাতার উত্তরে, অভিযোগ-প্রতি অভিযোগ তৃণমূল ও বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে চলা 8 দফা বিধানসভা নির্বাচনের আজকেই শেষ দফা অর্থাৎ অষ্টম পর্ব। বিভিন্ন জায়গায় আজ ভোট চলছে, তারমধ্যে উত্তর কলকাতা অন্যতম। ভোটের শুরু থেকেই কলকাতার বিভিন্ন জায়গার বিক্ষিপ্ত অশান্তি সামনে এসেছে। পাশাপাশি রক্তপাতের ঘটনা এবং বোমাবাজির ঘটনাও ঘটেছে। ভোট শুরু হবার কিছুক্ষণের মধ্যেই মানিকতলা বিধানসভা এলাকায় ব্যাপক হাঙ্গামা শুরু হয়। সেখানকার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকরা। অভিযোগ উঠেছে, কল্যাণ চৌবে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। অন্যদিকে সাধন পান্ডের অভিযোগ, বিজেপির পক্ষ থেকে তৃণমূলের মহিলা কর্মীদের মারধর করা হয়েছে।

সবমিলিয়ে পরিস্থিতি যথেষ্ট উত্তেজক হয়ে উঠেছে। সূত্রের খবর, এদিন সকালে মানিকতলার রামকৃষ্ণ সমাধি এলাকায় নিউ ন্যাশনাল হাই স্কুলের বুথে প্রথমে অশান্তি শুরু হয়। সেসময় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনলেও চাপা উত্তেজনা ছিল। অশান্তির খবর পেয়ে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ফুলবাগান সংলগ্ন 240 ও 241 নম্বর বুথ এলাকায় যেতেই নতুন করে অশান্তি শুরু হয়। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে ধরে এক দল তৃণমূল কর্মী সমর্থক এবং বিক্ষোভ দেখাতে থাকে। কল্যাণ চৌবে অভিযোগ করেছেন, তাঁকে তৃণমূল কর্মী সমর্থকরা ব্যাপক মারধর করেছে পুলিশের সামনেই। জানা গিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক তরজা শুরু হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে অভিযোগ করেছেন, স্থানীয় কাউন্সিলরের ছেলে তাঁকে মারধর করেছে। এমন কি পুলিশকেও মারধর করা হয়েছে বলে দাবী বিজেপি প্রার্থীর। অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট চলছিল এলাকায়। কিন্তু বিজেপি প্রার্থী এলাকায় পৌঁছে উস্কানিমূলক আচরণ করে, যার ফলস্বরূপ এলাকায় উত্তেজনা তৈরি হয়। অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী সাধন পান্ডে। তিনি পাল্টা অভিযোগ করেছেন বিজেপির বিরুদ্ধে। সাধনবাবু জানান, তৃণমূলের মহিলা কর্মীদের ব্যাপক মারধর করা হয় বিজেপির পক্ষ থেকে, ফলস্বরূপ এই ঘটনা ঘটেছে।

সব মিলিয়ে ভোটের সকালে মানিকতলা এলাকায় রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে রীতিমত হিমশিম খেতে হচ্ছে বলে জানা যাচ্ছে। অষ্টম দফার ভোটেও যেভাবে অশান্তি ঘটছে, বোমাবাজি হচ্ছে, রক্তপাত হচ্ছে তা নিয়ে কিন্তু আবারও সেই নির্বাচন কমিশনের দিকেই অভিযোগের আঙুল তুলছেন অনেকেই। রেকর্ডসংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে কমিশন যেভাবে শান্তিপূর্ণ ভোট করার কথা বলেছিল, তা সর্বশেষ ভোটের দিনে দাঁড়িয়ে বলাই যায় কমিশনের আশ্বাস পুরোপুরি প্রহসনে পরিণত হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!