এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > এশিয়ান গেমসে প্রথম দিনেই পদক, শুটিংয়ে ব্রোঞ্জের পর কুস্তিতে সোনা দিলেন বজরং পুনিয়া

এশিয়ান গেমসে প্রথম দিনেই পদক, শুটিংয়ে ব্রোঞ্জের পর কুস্তিতে সোনা দিলেন বজরং পুনিয়া


এশিয়ান গেমস ২০১৮ তে ব্রোঞ্জ জয়ের মাধ্যমে পদক অভিযান শুরু করলো ভারত। এই বছর এশিয়ান গেমসে অপূর্বী চাণ্ডেলা এবং রবি কুমার’এর হাত ধরে ভারত প্রথম ব্রোঞ্জপদকের  মুখ দেখলো। উল্লেখ্য এই বিভাগে স্বর্ণ পদক পায় চাইনিজ তাইপেই। তাদের সংগ্রহ ৪৯৪.১। ৪৯২.৫ পয়েন্ট পেয়ে রৌপ্য পদক পায় চীন। এই প্রথম এশিয়ান গেমসে প্রথম পদক পেলেন অপূর্বী চান্ডেলা।

এর আগে ২০১৪ সালে তিনি গ্লাসগো কমনওয়েলথে গেমসে সোনা জিতেছিলেন। এদিন এশিয়ান গেমসে শুটিং বিভাগে ব্রোঞ্জ পদক জয়ের পরে অপূর্বী চাণ্ডেলা তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বললেন, ‘শুটিংয়ে এটা হয়েই থাকে। আমরা আমাদের সেরাটা দিয়েছিলাম।’  ৮৩৫.৩ পয়েন্ট অর্জন করে অপূর্বী চাণ্ডেলা এবং রবি কুমার জুটি ফাইনালে উঠেছিলেন। তাঁরা ফাইনালে প্রথম দশ শটের পর ১০২.৯ পয়েন্টে ছিলেন। সেইসময়ে রৌপ্য পদক জয়ের ক্ষেত্রে একটা সম্ভবনা দেখা গিয়েছিলো তাদের মধ্যে কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। এদিন তাঁদের সাফল্যের পরে ২৫ বছর বয়সি অপূর্বী ও ২৮ বছর বয়সি রবিকে অভিন্দন জানিয়ে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী তথা প্রাক্তন শ্যুটার রাজ্যবর্ধন রাঠোর সোস্যাল মিডিয়ায় ট্যুইট করে লিখলেন,  ‘গ্রেট শো। ওদের অজস্র অভিনন্দন।’

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অন্যদিকে এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জিতলেন ভারতের বজরং পুনিয়া। তিনি ৬৫ কেজি ফ্রিস্টাইল কুস্তি বিভাগে জাপানের দাইচি তাকাতানিকে পরাজিত করে স্বর্ণপদক লাভ করলেন। ২৪ বছর বয়সী হরিয়ানার এই কুস্তিবিদ প্রথমে উজবেকিস্তানের সিরোজিদ্দিন খাসানাভকে ১৩-৩ ব্যবধানে পরাজিত করেন।

কোয়ার্টার ফাইলে তাজিকিস্তানের আব্দুল কোসিম ফইজিয়েভকে ১২-২ ব্যবধানে এবং এরপরে সেমি ফাইনালে মঙ্গোলিয়ার বাতমাগনাই বাতচুলুনকে ১০-০ ব্যবধানে পরাজিত করে তিনি ফাইনালে পৌঁছোন। ফাইনালেও বিশ্বের অন্যতম সেরা রেসলারকে ১১-৮ পয়েন্টের ব্যবধানে পর্যদস্ত করলেন ভারতের এই যুবা কুস্তীবিদ। এর আগে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন বজরং পুনিয়া। এছাড়াও জর্জিয়ার বিসিলি গ্র্যান্ড প্রিক্স ও ইস্তানবুলে ইয়াসার দোগুর প্রভৃতি আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চেও স্বর্ণপদক জয়লাভ করেন বজরং পুনিয়া।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!