এখন পড়ছেন
হোম > জাতীয় > এশিয়ার সর্ব্বোচ্চ ধনী ব্যক্তির শিরোপা পেলেন রিলায়েন্সের কর্নধার মুকেশ আম্বানী

এশিয়ার সর্ব্বোচ্চ ধনী ব্যক্তির শিরোপা পেলেন রিলায়েন্সের কর্নধার মুকেশ আম্বানী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করণা পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ। শুধু দেশেই নয়, সারা বিশ্বের অর্থনীতি থমকে গেছে। অনেক ছোট বড় ব্যবসায়ীরা করোনার জেরে লকডাউনের ফলে পড়েছেন চরম বিড়ম্বনায়। আর্থিক দিক থেকে অনেকেই শূন্যে পৌঁছে গেছেন। এত কিছু ঘটে থাকলেও কিন্তু বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় কিন্তু নিজের নাম প্রতি বছরের ন্যায় ধরে রেখেছেন মুকেশ আম্বানি। দেশের অর্থনীতি তলানিতে ঠেকলেও মুকেশ আম্বানির আয়ে কিন্তু বিন্দুমাত্রও আঁচড় পড়েনি।

সমীক্ষায় জানা গেছে, গত মার্চ মাসের লকডাউনের পর থেকে রিলায়েন্স ইণ্ডাষ্ট্রি প্রতি ঘণ্টায় 90 কোটি টাকা ইনকাম করেছে। ‘হুরুন ইন্ডিয়া রিচ’ লিস্টে গত ন বছর তিনি শীর্ষস্থানে আছেন। জানা গেছে, মুকেশ আম্বানির এবছর এখনো পর্যন্ত মোট আয় 6,58,400 কোটি টাকা। গত 9 বছরে আম্বানির ব্যক্তিগত সম্পত্তি বেড়ে হয়েছে 2,77,700 কোটি টাকা। সেই সূত্রে মুকেশ আম্বানি এশিয়ার সবথেকে বড় ধনী ব্যক্তি এবং বিশ্বের মধ্যে চতুর্থ ধনী ব্যক্তি হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই সূত্রেই এশিয়ার সেরা 5 ধনকুবেরের তালিকায় জায়গা করেছেন মুকেশ আম্বানি। একমাত্র ভারতীয় হিসেবে এক বছরে মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ বেড়েছে প্রায় 73%। ‘হুরুন ইন্ডিয়া রিচ’ লিস্টে দ্বিতীয় স্থানে রয়েছে লন্ডন বাসিন্দা হিন্দুজা ব্রাদার্স। তাঁদের মোট 1,43,700 কোটি টাকার সম্পত্তি আছে বলে জানা গেছে। তৃতীয় স্থানে জায়গা পেয়েছেন এইচসিএল এর সংস্থাপক শিব নাডর। তিনি 1,41,700 কোটি টাকার সম্পত্তির অধিকারী বলে জানা গেছে। চতুর্থ স্থানে রয়েছেন গৌতম আদানি এবং পঞ্চম স্থানে রয়েছেন আজিম প্রেমজি। 10 জন ধনকুবেরের তালিকায় জায়গা পেয়েছেন সুপারমার্টসের সংস্থাপক রাধাকিশন দমানি। সপ্তম স্থানে রয়েছেন তিনি।

এছাড়াও সেরা 10 ধনকুবেরের মধ্যে রয়েছেন শ্রীরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সাইরাস পুনাওয়ালা, কোটাক মাহিন্দ্রা ব্যাংকের উদয় কৌতুক সান ফার্মা দিলীপ সাংভি এবং শাপুরজি পলোনজি গ্রুপের শাপুরজি পলোনজি মিস্ত্রী। এশিয়ার সেরা ধনীদের তালিকায় মুকেশ আম্বানির নাম শীর্ষে থাকায় খুব স্বাভাবিকভাবেই দেশের অর্থনীতিতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রভাব লক্ষণীয়। অন্যদিকে দেশের বর্তমান অর্থনীতিকে আবার তুলে ধরতে প্রয়োজন বিনিয়োগের। আর সেই বিনিয়োগ যাতে রিলায়েন্স ইন্ড্রাস্টিজের পক্ষ থেকে আসে, সে ব্যাপারে সরকার চিন্তাভাবনে করছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!